স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে ১২৪ বস্তা সার মজুদের দায়ে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) উপজেলার বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও মহাসড়কের মেসার্স আবিদ ট্রেডার্সের প্রোপাইটর সাবুল ইসলামের তিনটি গোডাউন থেকে অবৈধ মজুদের দায়ে ডিএপি ৫৩ বস্তা, টিএসপি ৪৬ বস্তা ও এমওপি ২৫ বস্তা মোট ১২৪ বস্তা সার জব্দ করা হয়। এসব সারের সরকারি বাজারমূল্য ১ লাখ ৪২ হাজার ৭৫০ টাকা। দায় স্বীকার করায় আবিদ ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মফিজুর রহমান।
অভিযানে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল, সহকারী কৃষি কর্মকর্তা লতিফুল ইসলাম এবং পুলিশের সদস্যরা।
বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল বলেন, “আমরা গোপন সংবাদের ভিত্তিকে সার জব্দের বিষয়টি খবর পায়। পরে প্রশাসনের সহায়তায় ১২৪ বস্তা সার জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত সার ও জরিমানা কার্যকর করা হয়।”
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান বলেন, “ডিএপি, এমওপি ও টিএসপি মিলিয়ে মোট ১২৪ বস্তা সার জব্দ করা হয়েছে। জরিমানা আদায়ের পর ন্যায্যমূল্যে এসব সার কৃষকদের মাঝে বিক্রি করা হয়। বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।”
