শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা সম্মানিত তাদের দাবি মেনে নিতে হবে : এনডিপি খোলা বাজারে সার না পেলে ইউএনও-কৃষি অফিস ঘেরাও করার ঘোষণা যে ভাইকে আমি রেখে এসেছিলাম সেই ভাই আর নেই-তারেক রহমান। বালিয়াডাঙ্গীতে ১৮০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ধ্বংস করা হলো জনসম্মুখে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের বিরুদ্ধ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ মুক্ত বাংলা আইটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আধুনিক প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত। গুমের শিকার পরিবারের শিল্প প্রদর্শনীতে আমিনুল হক। বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু, বাবা ও আরেক ছেলেসহ আহত ৫ বালিয়াডাঙ্গীতে ১২৪ বস্তা সার জব্দ, ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা প্রেসক্লাব উড়িয়ে দেওয়ার হুমকি দাতা সেই নব্য নেতা “মাসুদ” বহিষ্কার।

বিদেশি প্রভুদের খুশি করতে রাজনীতি নয়, বাংলাদেশের মানুষের খুশির রাজনীতি চাই- সোহাগ

বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সবসময় ভারত, পাকিস্তান, আমেরিকা, রাশিয়া কিংবা চীনের আশীর্বাদে ক্ষমতার মসনদে যেতে চাই, নিজের পকেট ভারী করার পাশাপাশি বিদেশি প্রভুদের রাজি খুশি করতেই ব্যস্ত থাকে। অথচ বাংলাদেশের সাধারণ জনগণ কী চাই? তাদের ভালো-মন্দ ভেবে তাদের মতামত নিয়ে রাজনীতি করে না কিংবা সরকার পরিচালনা করে না অথবা করতেও চাইনা কখনোই।

অন্য দেশের মদদে কিংবা গোয়েন্দা বাহিনী, এলিট আমলা ও গাদ্দার সুশীলদের সহায়তায় ক্ষমতার মসনদে সাময়িক সময়ের জন্য বসতে পারলেও বাংলাদেশের কৃষক-শ্রমিক মেহনতি সাধারণ মানুষের অন্তরে কখনো জায়গা করে নিতে পারবেন না। আপনাদের পিঠে পিছে মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে, পুঁথি পাঠের মতো গাইল পাঠ করে।

 

বিট্রিশ বিরোধী সংগ্রাম থেকে শুরু করে মুক্তিযুদ্ধ কিংবা ২৪ বিপ্লবে বার বার সাধারণ কৃষক-শ্রমিক, ছাত্র-জনতা বিদ্রোহ করে রক্ত দিয়ে প্রমাণ করেছে, জুলুম সীমানা ছাড়িয়ে গেলে অথবা ধৈর্যের বাঁধ ভেঙে গেলেই মুক্তির জন্য মানুষ বার বার বিপ্লবী হয়ে উঠবে।

র*ক্ত দিবে নয়তো নিবে তাতে কোনো ভয় করবে না।

এই ২৪ বিপ্লবে একজন হয়তো পালানোর সুযোগ পেয়েছে কিন্তু আগামীতে আপনি/ আপনারা পালানোর সুযোগ নাও পেতে পারেন।

 

অতএব বিদেশী প্রভুদের আশ্রয়ে এই বাংলার জমিনে নয়া স্বৈরাচার/ ফ্যাসিবাদ হয়ে উঠার আগেই সতর্ক হয়ে যান। দল ও নিজেদের সংস্কার করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন।

আমি খুব করে চাই বর্তমান সময়ে নয়া রাজনৈতিক বন্দোবস্তের সাথে গণ মানুষের দল হিসেবে নতুন কিছু রাজনৈতিক দল আসুক।

বাংলাদেশে পন্থী হয়ে বাংলার খেটে খাওয়া সাধারণ গণ মানুষের দল বড্ড প্রয়োজন এই দেশে। সৎ মানুষ ও তারুণ্য নির্ভর এক/ একাধিক রাজনৈতিক দল হোক এই প্রত্যাশা। প্রতিযোগিতা হোক ভালো কাজের, পরিবর্তন হোক এই সমাজ ও দেশের।

ইনকিলাব জিন্দাবাদ।। 💕

 

মোঃ সোহাগ আলী 

( উদ্যোক্তা, মিডিয়া ও মানবাধিকার কর্মী )



লাইক করুন