সোমবার, ২৩ জুন ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, বাবা-ছেলেসহ আহত ৩ ঠাকুরগাঁওয়ে বাড়ির উঠানে ধরা পড়ল বিরল নারী ময়ূর টিটিসিতে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ঢাকতে ফেইসবুকে সাংবাদিকদের নিয়ে কটাক্ষ অধ্যক্ষের অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সেনাবাহিনীর অভিযান, দুই পরিবহনকে জরিমানা হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশনের ফাইনাল খেলা অনুষ্ঠিত ইমামের চাকরি দেওয়ার নামে এক প্রতারণা, সেনাবাহিনীর হাতে আটক বালিয়াডাঙ্গীকে মিনি গোপালগঞ্জ বলা হতো : ফারুক হাসান সেনা-পুলিশের যৌথ অভিযান ঠাকুরগাঁওয়ে, সড়কে শৃঙ্খলা ফেরানো লক্ষ্য ১২ ঘন্টায় হাসপাতালে ৫৬ জন ভর্তি : বালিয়াডাঙ্গীতে ডায়রিয়া ও জমি বিরোধে চরম অবস্থা রাণীশংকৈলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক যুবদল নেতা অ্যাপোলো

আওয়ামী লীগ ইস্যুতে সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে এনডিপি।

নিজস্ব প্রতিনিধি, মুক্ত বাংলাঃ

আওয়ামী লীগ ইস্যুতে সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।

আজ এক যৌথ বিবৃতিতে দলের চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, “গত ১৬ বছরে আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা ক্ষমতা ধরে রাখতে গুম, খুন, লুট ও দমন-পীড়নের পথ বেছে নিয়েছে।”

তারা অভিযোগ করেন, এনডিপির প্রতিষ্ঠাতা মহাসচিব সালাউদ্দিন কাদের চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। হেফাজতের শাপলা চত্বরে হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহের নির্মম দমন, সাংবাদিক হত্যাসহ নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দলটি ফ্যাসিবাদী রূপ নিয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়, আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে এনডিপিকে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন না দেওয়ার জন্য সরাসরি হস্তক্ষেপ করেছিল। এ ছাড়া ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদ, মুগ্ধ, ছাত্র ছলের ওয়াসীমসহ হাজারো নেতাকর্মীর নির্মম হত্যাকাণ্ড এবং পঙ্গুত্ববরণ করা নেতাকর্মীদের দুর্দশার কথাও তুলে ধরা হয়।

নেতৃদ্বয় বলেন, “আওয়ামী লীগ নৈতিকভাবে তাদের রাজনীতির অধিকার হারিয়েছে। বর্তমান সরকার যে পদক্ষেপ নিয়েছে তা সময়োচিত এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।



লাইক করুন