স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আনিসুর রহমান (৬০) নামের এক অটোচালক অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দুর্বৃত্তরা তাকে অজ্ঞান করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ফেলে রেখে পালিয়ে যায়। পরে হাসপাতালের কর্মচারী ও রোগীর স্বজনরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ভর্তি করেন। তবে তার ব্যাটারিচালিত অটোটি আর খুঁজে পাওয়া যায়নি।
বুধবার (১৪ মে) সন্ধ্যার দিকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। অটোচালক আনিসুর রহমান ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ গন্ডগ্রামের বাসিন্দা।
হাসপাতালে রোগীর এক স্বজন পশিরুল ইসলাম বলেন,“বিকেলে দেখি হাসপাতালের উত্তর পাশে এক বৃদ্ধ পড়ে আছেন। অনেকে বলছিলেন পাগল হবে। কিন্তু কাছে গিয়ে দেখি উনি নিঃসাড়। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তাঁকে ভর্তি করা হয়।”
অটোচালকের স্ত্রী জোসনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন,“ফেসবুকে স্বামীর ছবি দেখে জানতে পারি উনি হাসপাতালে ভর্তি। তখনই ছুটে আসি। এসে দেখি এখনো জ্ঞান ফেরেনি। আমাদের মেয়েকে দেখতে ছেলে পক্ষ আসার কথা ছিল আজ। তাই উনি দুপুরে বাড়ি ফেরার কথা বলেছিলেন। কিন্তু এরপর থেকেই আর কোনো খোঁজ পাইনি। এখন অটো নেই, মানুষটাও অচেতন—আমরা কীভাবে চলবো?”
তিনি আরও বলেন,“ঋণ করে নতুন অটো কিনেছি, সংসার চালাতে গিয়ে বিভিন্ন জায়গা থেকে ধার নিয়েছি—সব মিলিয়ে প্রায় ৫ লাখ টাকার ঋণ। এখন অটো না থাকলে খাবার জোটানোও কঠিন হয়ে যাবে।”
ভুক্তভোগীর ছোট ভাই মোকসেদ আলী বলেন,“আমার ভাইয়ের আয়েই পরিবার চলত। এখন সব থমকে গেছে। প্রশাসনের কাছে অনুরোধ করছি—যাতে দ্রুত অটোটি উদ্ধার হয় এবং যারা এই কাজ করেছে তাদের শাস্তির আওতায় আনা হয়।”
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স সুমাইয়া আক্তার বলেন,“বিকেল সাড়ে ৬টায় আনিসুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি অচেতন ছিলেন। রাত সাড়ে ১১টা পর্যন্ত তাঁর জ্ঞান ফেরেনি, চিকিৎসা চলছে।”
এই বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী বলেন,“তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”