সোমবার, ২৩ জুন ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, বাবা-ছেলেসহ আহত ৩ ঠাকুরগাঁওয়ে বাড়ির উঠানে ধরা পড়ল বিরল নারী ময়ূর টিটিসিতে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ঢাকতে ফেইসবুকে সাংবাদিকদের নিয়ে কটাক্ষ অধ্যক্ষের অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সেনাবাহিনীর অভিযান, দুই পরিবহনকে জরিমানা হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশনের ফাইনাল খেলা অনুষ্ঠিত ইমামের চাকরি দেওয়ার নামে এক প্রতারণা, সেনাবাহিনীর হাতে আটক বালিয়াডাঙ্গীকে মিনি গোপালগঞ্জ বলা হতো : ফারুক হাসান সেনা-পুলিশের যৌথ অভিযান ঠাকুরগাঁওয়ে, সড়কে শৃঙ্খলা ফেরানো লক্ষ্য ১২ ঘন্টায় হাসপাতালে ৫৬ জন ভর্তি : বালিয়াডাঙ্গীতে ডায়রিয়া ও জমি বিরোধে চরম অবস্থা রাণীশংকৈলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক যুবদল নেতা অ্যাপোলো

ডাঃ ফারজানার সাথে অন্যায় হয়েছে-হাবিবুর রহমান হাবিব।

নিজস্ব প্রতিনিধি, মুক্ত বাংলাঃ 

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব বলেছেন, জুলাই গণঅভ্যূত্থানের সম্মুখ যোদ্ধা বাংলাদেশ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ ফারজানা মাকসুদকে অন্যায়ভাবে বরখাস্ত করে খ্যান্ত হননি, সাংবাদিক সম্মেলন করে তার বিরুদ্ধে মিথ্যাচার করেছেন। আমরা এটি তাদের কাছ থেকে আশা করিনি। তিনি অবিলম্বে ডাঃ ফারজানা মাকসুদকে চাকুরীতে পুনর্বহালের দাবি করেছেন।

রাজধানীর ঢাকা রিপোর্টাস ইউটিনির সাগর রুনি হল রুমে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোহাম্মদ আলিদ বিদ সিদ্দিক তালুকদারের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন ভিকটিম ডাঃ ফারজানা মাকসুদ।

তিনি বলেন, ২৪ ঘন্টার মধ্যে আমার বরখাস্ত আদেশ প্রত্যাহার করা না হলে আমি প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারক লিপি দেবো এবং আমার কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে মাঠে থাকবো, প্রয়োজনে সুপ্রীম কোর্টে যাবো, তবুও অন্যায়ের সাথে আপোষ করবো না। তিনি আরো বলেন, তাদের শক্তির উৎস কোথায় আমরা জানতে চাই। কিভাবে একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের দোসরা এখন রাজত্ব কায়েম করছে।

এসময় আরো বক্তব্য রাখেন, প্রফেসর ডাঃ শারমিন ইয়াসমিন, প্রফেসর ডাঃ রেজাউর রহমান তালুকদার, উত্তরা আধুনিক মেডিকেল কলেজের রেজি: সার্জারী বিভাগের ডাঃ মোঃ রোকনুজ্জামান (রুবেল), ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা সহ বাংলাদেশ মেডিকেল কলেজের অনান্য চিকিৎসকগণ।



লাইক করুন