সোমবার, ২৩ জুন ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, বাবা-ছেলেসহ আহত ৩ ঠাকুরগাঁওয়ে বাড়ির উঠানে ধরা পড়ল বিরল নারী ময়ূর টিটিসিতে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ঢাকতে ফেইসবুকে সাংবাদিকদের নিয়ে কটাক্ষ অধ্যক্ষের অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সেনাবাহিনীর অভিযান, দুই পরিবহনকে জরিমানা হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশনের ফাইনাল খেলা অনুষ্ঠিত ইমামের চাকরি দেওয়ার নামে এক প্রতারণা, সেনাবাহিনীর হাতে আটক বালিয়াডাঙ্গীকে মিনি গোপালগঞ্জ বলা হতো : ফারুক হাসান সেনা-পুলিশের যৌথ অভিযান ঠাকুরগাঁওয়ে, সড়কে শৃঙ্খলা ফেরানো লক্ষ্য ১২ ঘন্টায় হাসপাতালে ৫৬ জন ভর্তি : বালিয়াডাঙ্গীতে ডায়রিয়া ও জমি বিরোধে চরম অবস্থা রাণীশংকৈলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক যুবদল নেতা অ্যাপোলো

মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের উঠান বৈঠক অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিনিধি, মুক্ত বাংলাঃ

ভাংনাহাটি, শ্রীপুরে মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের আয়োজনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে নারী ও শিশুদের উন্নয়ন বিষয়ে নানা পরিকল্পনা ও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন এস এম মোমোর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মরিয়ম আক্তারের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা মহিলা অধিদপ্তরের তাসলিমা আক্তার, প্রধান বক্তা সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা গাজী গফফার চৌধুরী, সদস্য মেহেদি হাসান আশিক , বিশিষ্ট ব্যাংকার মাহাবুবুর রহমান এবং সমাজসেবক এমদাদুল সরকার,সংগঠন এর অর্থ সম্পাদক ফিরোজা,হাফছা খাতুন মমিন, শিউলী আক্তার, মাহমুদা খাতুন।

উঠান বৈঠকে বক্তারা বলেন, মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করে তোলা এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আনাই এই সংগঠনের মূল লক্ষ্য। এ সময় বাল্যবিবাহ রোধ, নারী অধিকার রক্ষা, ও শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যসেবায় সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়ার সিদ্ধান্ত হয়।

সংগঠনের সদস্যবৃন্দ ও স্থানীয় নারীরা এ উঠান বৈঠকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।



লাইক করুন