সোমবার, ২৩ জুন ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, বাবা-ছেলেসহ আহত ৩ ঠাকুরগাঁওয়ে বাড়ির উঠানে ধরা পড়ল বিরল নারী ময়ূর টিটিসিতে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ঢাকতে ফেইসবুকে সাংবাদিকদের নিয়ে কটাক্ষ অধ্যক্ষের অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সেনাবাহিনীর অভিযান, দুই পরিবহনকে জরিমানা হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশনের ফাইনাল খেলা অনুষ্ঠিত ইমামের চাকরি দেওয়ার নামে এক প্রতারণা, সেনাবাহিনীর হাতে আটক বালিয়াডাঙ্গীকে মিনি গোপালগঞ্জ বলা হতো : ফারুক হাসান সেনা-পুলিশের যৌথ অভিযান ঠাকুরগাঁওয়ে, সড়কে শৃঙ্খলা ফেরানো লক্ষ্য ১২ ঘন্টায় হাসপাতালে ৫৬ জন ভর্তি : বালিয়াডাঙ্গীতে ডায়রিয়া ও জমি বিরোধে চরম অবস্থা রাণীশংকৈলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক যুবদল নেতা অ্যাপোলো

ঠাকুরগাঁওয়ে চুরির অভিযোগে দুই শিশুকে বেঁধে নির্যাতন করে চুল কেটে দেয়

স্টাফ রিপোর্টার:

ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের এক মসজিদের দানবাক্স থেকে টাকা চুরির অভিযোগে দুই শিশুকে রশি দিয়ে বেঁধে মারধর ও মাথার চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (২১ মে) রাতে উত্তর বটিনা আল-আকসা জামে মসজিদে এ ঘটনা ঘটে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে শুরু হয় তীব্র সমালোচনা।

আটক হওয়া দুই শিশু হলো দেবীপুর ইউনিয়নের কিসমত কেশুরবাড়ি এলাকার লুৎফর রহমানের ছেলে ফয়সাল (১৩) এবং বাবুল হোসেনের ছেলে আব্দুল্লাহ ওরফে সজীব (১২)। তারা দুজনেই স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

এলাকাবাসীর ভাষ্যমতে, বুধবার মাগরিবের নামাজের পর থেকেই দুই শিশুকে মসজিদের আশপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে এশার নামাজের সময়ও তাদের মসজিদ এলাকায় অবস্থান করতে দেখা গেলে সন্দেহ হয় মুসল্লিদের। জিজ্ঞাসাবাদে তারা জানায়, নামাজ পড়তে এসেছে।

তবে তাদের কাছে থাকা ব্যাগে কিছু টাকা ও যন্ত্রপাতি দেখে সন্দেহ আরও বাড়ে। পরবর্তীতে মসজিদের দানবাক্সের তালা ভাঙা ও বাক্স খালি পাওয়া গেলে দুই শিশুকে আটক করা হয়। এলাকাবাসীর দাবি, তাদের কাছ থেকে টাকা, প্লাস, টেস্টার ও ওয়াল কাটার মেশিন পাওয়া গেছে।

পরে শাস্তি হিসেবে দুই শিশুর হাত রশি দিয়ে গ্রিলের সঙ্গে বেঁধে মারধর করা হয় এবং মাথার অর্ধেক চুল কেটে দেওয়া হয়। এরপর পরিবারের সদস্যদের ডেকে এনে তাদের হাতে তুলে দেওয়া হয়।

এ ঘটনার ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। অধিকাংশ নেটিজেন শিশুদ্বয়ের সঙ্গে এমন আচরণকে অমানবিক বলে মন্তব্য করেন।

ঘটনাটি নিয়ে পুলিশ বা প্রশাসনের কোনো পদক্ষেপ না নেওয়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
একজন স্থানীয় বলেন, “কেউ চুরি করলে তার বিরুদ্ধে মামলা করে থানায় সোপর্দ করতে হয়। তারা তো শিশু, বয়সও কম। এভাবে চুল কেটে, রশি দিয়ে বেঁধে মারধর করা মোটেও ঠিক হয়নি। যারা এমন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।”

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, “এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। কেউ চুরি করলে তাকে আইনের আওতায় আনতে হবে। কেউ নিজের হাতে শাস্তি দিতে পারে না। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম বলেন, “চুরির অভিযোগে দুই শিশুর হাত-পা বেঁধে নির্যাতন ও চুল কেটে দেওয়ার বিষয়টি কেউ আমাকে জানায়নি। কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে এভাবে চুল কেটে দেওয়ার অধিকার কারো নেই। যারা এটি করেছে, তারাও আইনের চোখে অপরাধী।”



লাইক করুন