সোমবার, ২৩ জুন ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, বাবা-ছেলেসহ আহত ৩ ঠাকুরগাঁওয়ে বাড়ির উঠানে ধরা পড়ল বিরল নারী ময়ূর টিটিসিতে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ঢাকতে ফেইসবুকে সাংবাদিকদের নিয়ে কটাক্ষ অধ্যক্ষের অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সেনাবাহিনীর অভিযান, দুই পরিবহনকে জরিমানা হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশনের ফাইনাল খেলা অনুষ্ঠিত ইমামের চাকরি দেওয়ার নামে এক প্রতারণা, সেনাবাহিনীর হাতে আটক বালিয়াডাঙ্গীকে মিনি গোপালগঞ্জ বলা হতো : ফারুক হাসান সেনা-পুলিশের যৌথ অভিযান ঠাকুরগাঁওয়ে, সড়কে শৃঙ্খলা ফেরানো লক্ষ্য ১২ ঘন্টায় হাসপাতালে ৫৬ জন ভর্তি : বালিয়াডাঙ্গীতে ডায়রিয়া ও জমি বিরোধে চরম অবস্থা রাণীশংকৈলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক যুবদল নেতা অ্যাপোলো

রাণীশংকৈলে শুভ শক্তি’র গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন।

 

আব্দুল্লাহ্ আল নোমান, মুক্ত বাংলা টিভিঃ

রাণীশংকৈলে বৃহস্পতিবার (২২ মে) সকালে সামাজিক সংগঠন শুভ শক্তি ইউনিটির উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষা, ছাত্র-ছাত্রীদের প্রতিষ্ঠান মুখীকরণ এবং পুষ্টির চাহিদা মেটাতে উপজেলার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়নের ৩৫ টি স্কুল, কলেজ, মাদ্রাসা ও এতিমখানায় জাম, জলপাই ও আমলকি গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মেহেদী হাসান শুভ। উপস্থিত ছিলেন,ডিকে কলেজের অধ্যক্ষ সোলেমান আলী, কাদিহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমনীকান্ত রায়, কাদিহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, কাদিহাট কেডি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদের, ধর্মগড় ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হালিম,বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মেহেদী হাসান,ব্যবসায়ী ইমদাদুল হক মিলনসহ শুভ শক্তি ইউনিটির সদস্যবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

এডভোকেট মেহেদী হাসান শুভ বলেন, আমরা বিগত দিনে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও কবরস্থানে ৪’হাজারের বেশি বৃক্ষরোপণ করেছি। তারই ধারাবাহিকতায় বৃক্ষরোপণ চলছে, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ কার্যক্রম চলমান থাকবে।



লাইক করুন