বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সরঞ্জাম বিতরণ শেরে বাংলা স্টার অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন মো. মঞ্জুর হোসেন ঈসা শেরে বাংলা এ কে ফজলুল হক: বাংলার মাটি ও মানুষের চিরকালীন নেতা-ঈসা শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর, তাদেরকে শুধু সম্মান দিলে চলবে না অর্থনৈতিক মুক্তি দিতে হবে-এনডিপি “শিক্ষকরা কেবল পেশাজীবী নন তারা জাতির বিবেক-এনডিপি শিক্ষকরা সম্মানিত তাদের দাবি মেনে নিতে হবে : এনডিপি খোলা বাজারে সার না পেলে ইউএনও-কৃষি অফিস ঘেরাও করার ঘোষণা যে ভাইকে আমি রেখে এসেছিলাম সেই ভাই আর নেই-তারেক রহমান। বালিয়াডাঙ্গীতে ১৮০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ধ্বংস করা হলো জনসম্মুখে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের বিরুদ্ধ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ

বালিয়াডাঙ্গীতে চোরাই ৪টি মোটরসাইকেল ও পেঁয়াজ বীজ উদ্ধার, বাবা-ছেলে গ্রেপ্তার

Oplus_131072

স্টাফ রিপোর্টার :

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে চোরাই ৪টি মোটরসাইকেল ও পেঁয়াজ বীজ উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইদিন রাতে আরেক যুবককে মোটরসাইকেল চুরির ঘটনায় এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার  (২৩ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার চাড়োল ইউনিয়নের দোগাছি বেহারী পাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া মোহাম্মদ তসলিম উদ্দিন (৫০) ও তার ছেলে মো. নুরুন্নবী (২৫) ওই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানা পুলিশ বালিয়াডাঙ্গী থানার সহায়তায় তসলিমের বাড়িতে অভিযান চালিয়ে নয় বস্তা (প্রায় নয় মন) পেঁয়াজ বীজ এবং চৌচালার ঘর থেকে চারটি রেজিস্ট্রেশনবিহীন পুরাতন মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, “চোরাই সন্দেহে উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো বালিয়াডাঙ্গী থানায় হেফাজতে রাখা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে রুহিয়া থানা পুলিশ কাজ করছে।”

এদিকে, একইদিন রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লাহিড়ী বাজার থেকে মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে ধরা পড়েন রবিউল ইসলাম (২৫)। তিনি রাণীশংকৈল উপজেলার বিরাশি গ্রামের রমজান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, রবিউল ও একই এলাকার এক মোটরসাইকেল মেকানিক মিলে এক মাদ্রাসা সুপারের মোটরসাইকেল চুরি করে পালানোর চেষ্টা করলে বাজারের লোকজন তাদের ধাওয়া করে রবিউলকে ধরে ফেলে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রবিউলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ইউএনও পলাশ কুমার দেবনাথ বলেন, “অপরাধ প্রমাণিত হওয়ায় চোরকে সাজা দেওয়া হয়েছে। এছাড়া চোরচক্র নিয়ন্ত্রণে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”



লাইক করুন