সোমবার, ২৩ জুন ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, বাবা-ছেলেসহ আহত ৩ ঠাকুরগাঁওয়ে বাড়ির উঠানে ধরা পড়ল বিরল নারী ময়ূর টিটিসিতে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ঢাকতে ফেইসবুকে সাংবাদিকদের নিয়ে কটাক্ষ অধ্যক্ষের অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সেনাবাহিনীর অভিযান, দুই পরিবহনকে জরিমানা হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশনের ফাইনাল খেলা অনুষ্ঠিত ইমামের চাকরি দেওয়ার নামে এক প্রতারণা, সেনাবাহিনীর হাতে আটক বালিয়াডাঙ্গীকে মিনি গোপালগঞ্জ বলা হতো : ফারুক হাসান সেনা-পুলিশের যৌথ অভিযান ঠাকুরগাঁওয়ে, সড়কে শৃঙ্খলা ফেরানো লক্ষ্য ১২ ঘন্টায় হাসপাতালে ৫৬ জন ভর্তি : বালিয়াডাঙ্গীতে ডায়রিয়া ও জমি বিরোধে চরম অবস্থা রাণীশংকৈলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাবেক যুবদল নেতা অ্যাপোলো

বালিয়াডাঙ্গীতে প্রেমে ব্যর্থ হয়ে কিশোরের আত্মহত্যা, ঈদের কাপড় না পেয়ে কিশোরীর গলায় ফাঁস

স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পৃথক ঘটনায় এক কিশোর ও এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। প্রেমে ব্যর্থ হয়ে স্বপন দাস (১৭) নামে এক কিশোর এবং ঈদের নতুন কাপড় না পেয়ে রিপু আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে স্বজনরা।

বৃহস্পতিবার (২৯ মে) বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে উপজেলার দুওসুও ইউনিয়নের সাধুবান্ধা নিরাশিপুকুর এলাকা ও জিয়াখোর গ্রামে এ দুটি ঘটনা ঘটে।

স্বপন দাস উপজেলার দুওসুও ইউনিয়নের নিরাশিপুকুর গুচ্ছগ্রামের বাসিন্দা মদন দাসের ছেলে। তার বাবা জানান, “দুপুরে বাড়িতে গোসল করতে আসে স্বপন। বিকেল ৫টা পর্যন্ত দরজা না খুললে সন্দেহ হয়। দরজা ভেঙে দেখি, গামছা দিয়ে গলায় ফাঁস দিয়েছে।”

স্বপনের বন্ধুদের দাবি, তিনি প্রতিবেশী এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। মেয়েটির বিয়ে হয়ে যাওয়ায় হতাশায় ভুগছিলেন তিনি।

অন্যদিকে, রিপু আক্তার একই ইউনিয়নের জিয়াখোর গ্রামের ইজিবাইক চালক নুর ইসলামের মেয়ে এবং দুওসুও উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

তার মা ফরিদা বেগম বলেন, “বুধবার সকালে ঈদের কাপড় চেয়েছিল রিপু। টাকা হলে পরে কিনে দেব বলেছিলাম। অভিমানে বৃহস্পতিবার স্কুলে যায়নি। সন্ধ্যার আগে মাঠে গরু আনার পর শয়নঘরে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।”

পরিবারের সদস্যরা জানান, তাকে উদ্ধার করে দ্রুত বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রিপুর মৃত্যু হয়। পরে মরদেহ বাড়িতে ফিরিয়ে আনা হয়।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, “পৃথক দুই জায়গায় পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”



লাইক করুন