স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী বাজারে টিসিবির পণ্য অবৈধভাবে বিক্রির অভিযোগে এক মুদি দোকানে অভিযান চালিয়ে হাতেনাতে ১০০ কেজি মসুর ডাল জব্দ করেছে প্রশাসন। পরে দোকানদারকে ৫০ হাজার টাকা জরিমানা করে জব্দকৃত ডাল উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
শনিবার (৩১ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী বাজারের মেসার্স শামসুল মুদি স্টোরে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ।
অভিযানে দেখা যায়, সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য বরাদ্দকৃত টিসিবির মসুর ডাল দোকানে মজুত করে রাখা হয়েছে। ইউএনও বিষয়টির সত্যতা পেয়ে দোকানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং দোকান থেকে ১০০ কেজি মসুর ডাল জব্দ করেন।পরে ওই ডাল উপজেলার বেশ কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়।
ইউএনও পলাশ কুমার দেবনাথ বলেন, “সরকারি ভর্তুকির পণ্য মজুত বা কালোবাজারে বিক্রি সম্পূর্ণ বেআইনি। সাধারণ মানুষের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।”