বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের বিরুদ্ধ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ মুক্ত বাংলা আইটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আধুনিক প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত। গুমের শিকার পরিবারের শিল্প প্রদর্শনীতে আমিনুল হক। বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু, বাবা ও আরেক ছেলেসহ আহত ৫ বালিয়াডাঙ্গীতে ১২৪ বস্তা সার জব্দ, ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা প্রেসক্লাব উড়িয়ে দেওয়ার হুমকি দাতা সেই নব্য নেতা “মাসুদ” বহিষ্কার। রাণীশংকৈল প্রেসক্লাব ভেঙে গুড়িয়ে দেওয়ার হুমকি কৃষকদল নেতার। বালিয়াডাঙ্গীতে বাড়ীর পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু বালিয়াডাঙ্গীতে গোডাউন থেকে ৭১৫ বস্তা জব্দ, গোডাউন সিলগালা, জরিমানা ৩০ হাজার বালিয়াডাঙ্গীতে জুলাই দ্রোহ উপলক্ষে ছাত্রশিবিরের নানা আয়োজন

সেনা-পুলিশের যৌথ অভিযান ঠাকুরগাঁওয়ে, সড়কে শৃঙ্খলা ফেরানো লক্ষ্য

 

স্টাফ রিপোর্টার :
ঠাকুরগাঁও শহরের বিভিন্ন সড়কে সড়ক শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশ যৌথভাবে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালিয়েছে। এসময় গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় যাত্রীবাহী বাস ‘হানিফ এন্টারপ্রাইজ’, একটি মাইক্রোবাস, একটি মাহিন্দ্র গাড়ি এবং ১৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মোট ৬৭ হাজার টাকার জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে শহরের রোড রেলস্টেশন এলাকা থেকে শুরু হওয়া অভিযানে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশ যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করে। অভিযানে সেনাবাহিনী সদস্যদের পাশাপাশি ট্রাফিক পুলিশের কর্মকর্তারা অংশ নেন।

সেনাবাহিনী ও পুলিশের সূত্র জানায়, চলমান অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপত্তা রক্ষায় তাদের অভিযান ১৪ জুন পর্যন্ত অব্যাহত থাকবে। দিন-রাত বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে অবৈধ ও সন্দেহভাজন যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে। বিশেষত হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে এবং যাদের ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির কাগজপত্র নেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঠাকুরগাঁও ট্রাফিক বিভাগের ট্রাফিক সার্জেন্ট মো: আরেফে রব্বানী বলেন, “সেনাবাহিনীর সঙ্গে আমরা যৌথভাবে সন্দেহভাজন যানবাহন থামিয়ে যাচাই-বাছাই করছি। হেলমেট না পরা এবং ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা ও জরিমানা করা হচ্ছে।”



লাইক করুন