বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের বিরুদ্ধ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ মুক্ত বাংলা আইটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আধুনিক প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত। গুমের শিকার পরিবারের শিল্প প্রদর্শনীতে আমিনুল হক। বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু, বাবা ও আরেক ছেলেসহ আহত ৫ বালিয়াডাঙ্গীতে ১২৪ বস্তা সার জব্দ, ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা প্রেসক্লাব উড়িয়ে দেওয়ার হুমকি দাতা সেই নব্য নেতা “মাসুদ” বহিষ্কার। রাণীশংকৈল প্রেসক্লাব ভেঙে গুড়িয়ে দেওয়ার হুমকি কৃষকদল নেতার। বালিয়াডাঙ্গীতে বাড়ীর পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু বালিয়াডাঙ্গীতে গোডাউন থেকে ৭১৫ বস্তা জব্দ, গোডাউন সিলগালা, জরিমানা ৩০ হাজার বালিয়াডাঙ্গীতে জুলাই দ্রোহ উপলক্ষে ছাত্রশিবিরের নানা আয়োজন

ইমামের চাকরি দেওয়ার নামে এক প্রতারণা, সেনাবাহিনীর হাতে আটক

স্টাফ রিপোর্টার:

ঠাকুরগাঁও বিমান বন্দর এলাকায় সেনাবাহিনীর তত্বাবধায়নে থাকা মসজিদের ইমামের চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার দায়ে তোফাজ্জল হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার রাতে তাকে অভিযান চালিয়ে আটক করা হয়। তোফাজ্জল হোসেন জেলার সদর উপজেলার মাদারগঞ্জ কসাইপাড়া এলাকার বাসিন্দা।

সেনাবাহিনী জানিয়েছে, ঠাকুরগাঁও বিমান বন্দর এলাকায় সেনাবাহিনীর তত্বাবধায়নে থাকা মসজিদের ইমামের চাকরি দেওয়ার নামে স্থানীয় জাকির হোসেন নামে এক ব্যক্তির নিকট ২০ হাজার টাকা দাবি করে। তিনি নয় হাজার ৫’শ টাকা প্রদান করেন। পরে চাকরি দিবে দিবে বলে সময় অতিবাহিত করলে সন্দেহ হয় জাকির হোসেনের। এদিকে চাকরির বিজ্ঞপ্তিও হাতে না পাওয়ার কারণে গত শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে বিষয়টি অবগত করলে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে।

সেনাবাহিনী আটকের পর তোফাজ্জল হোসেন চাকরি দেওয়ার নামে টাকা গ্রহণে করে প্রতারণামূলক কাজ করেছেন বলে স্বীকার করেন।পরে তাকে সদর থানায় হস্তান্তর করেন সেনাসদস্যরা।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান জানান, তোফাজ্জল হোসেনের নামে প্রতারণার মামলা হয়েছে। পরে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁও অস্থায়ী সেনাক্যাম্প থেকে জানানো হয়েছে, প্রতারণাসহ যে কোন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে সেনাবাহিনী। অপরাধ দমনে ঠাকুরগাঁওবাসীর সহযোগিতা চান তারা।



লাইক করুন