সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল, একজনের মৃত্যু, আরেকজন হাসপাতালে রাণীশংকৈল ডিগ্রি কলেজের সেমিনার সহকারীর বিরুদ্ধে ফরম ফিলাপের নামে টাকা আত্মসাতের অভিযোগ গুদামে আছে সুবিধাভোগীদের ১৩২ বস্তা চাল, এক মাস ধরে ঘুরছেন দরিদ্র পরিবারগুলো ফ্যাসিবাদী সরকার পালিয়েছে, ভবিষ্যতেও কেউ রেহাই পাবে না: জামায়াত নেতা হাকিম যারা যেন তেন নির্বাচনের স্বপ্ন দেখছেন, ছাত্রসমাজ তাদের দুঃস্বপ্নে পরিণত করবে: জামায়াত নেতা ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর নির্দেশনা বালিয়াডাঙ্গীতে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হাসপাতালে ওষুধ থাকলেও রোগীদের পাঠানো হয় বাইরের দোকানে! দুদকের অভিযানে ফাঁস রাণীশংকৈলে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন হরিপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঠাকুরগাঁওয়ে বাড়ির উঠানে ধরা পড়ল বিরল নারী ময়ূর

স্টাফ রিপোর্টার:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার এক লোকালয় থেকে একটি বিরল প্রজাতির নারী ময়ূর (ময়ূরী) উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ জুন) বিকেলে পাখিটি বন বিভাগের কাছে হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ।

এর আগে রবিবার (১৫ জুন) দুপুরে উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের ফতেপুর গ্রামে মিলন হকের বাড়ির উঠানে ময়ূরটি হঠাৎ ঢুকে পড়ে। পরে তিনি সেটিকে আটকে স্থানীয় পুলিশকে খবর দেন। রাতেই গ্রাম পুলিশের সহায়তায় ময়ূরটিকে ইউএনওর কাছে হস্তান্তর করেন তিনি। ইউএনও রাতেই পাখিটিকে নিজের তত্ত্বাবধানে রেখে পরদিন বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

পাখিটি আটক করা মিলন হক বলেন, “গত শনিবার আমাদের আশপাশের গ্রামগুলোতে ময়ূরটিকে ঘোরাঘুরি করতে দেখা যায়। অনেকে ধরার চেষ্টা করলেও পারেনি। রোববার দুপুরে হঠাৎ আমার বাড়ির ভেতরে চলে এলে আমি সেটিকে আটকে ফেলি এবং পরে ইউএনওর কাছে হস্তান্তর করি। যেহেতু আমাদের বাড়ি সীমান্ত এলাকায়, তাই ধারণা করছি এটি প্রতিবেশী দেশ ভারত থেকে এসেছে।”

বালিয়াডাঙ্গী উপজেলা বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অনিল কুমার জানান, “ইউএনওর মাধ্যমে পাওয়া পাখিটি একটি নারী ময়ূর, যাকে আমরা ময়ূরী বলি। সাধারণত এই প্রজাতির ময়ূর ভারত, শ্রীলঙ্কায় দেখা যায়, তবে মাঝে মধ্যে বাংলাদেশেও বিচরণ করতে দেখা যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ বলেন,”রবিবার রাতে ফতেপুর গ্রামের কয়েকজন ব্যক্তি ময়ূরটি আমার কাছে হস্তান্তর করেন। আমি রাতেই সেটিকে খাবার দিয়ে নিরাপদে রাখি। পরদিন বিকেলে বন বিভাগের জিম্মায় দেওয়া হয়েছে।”



লাইক করুন