স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁও জেলায় পৃথক দুটি স্থানে বজ্রপাতের ঘটনায় একজন কৃষক মারা গেছেন এবং বাবা-ছেলেসহ তিনজন আহত হয়েছেন।
রোববার (২২ জুন) বিকেল ৪টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের পরদেশী পাড়া গ্রামে ৬/৭ জন ধানের চারা রোপণের সময় মাঠে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মোহাম্মদ আলী (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা মশিউর রহমান (৩৬) ও তার ছেলে সাব্বির (১৬) আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
অন্যদিকে, একইদিন সকাল ১০টার দিকে বালিয়াডাঙ্গী থানার ববড়পলাশবাড়ী ইউনিয়নের খেরবস্তি গ্রামের মো. শামিম (২২) বিজিবি নাগরভিটা ক্যাম্পের পাশে ৩৭৮ ও ৩৭৯ নম্বর পিলারের মাঝামাঝি স্থানে গেলে বজ্রপাতের শিকার হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয়রা জানান, বৃষ্টি শুরু হওয়ার পরও খোলা জায়গায় কাজ করার সময় এ ধরনের দুর্ঘটনা ঘটে।
বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী ঘটনার সততা নিশ্চিত করেছেন।