স্টাফ রিপোর্টার
ঠাকুরগাঁও ‘মিনি কক্সবাজার’ খ্যাত বুনিয়াডাঙ্গী ব্রিজ এলাকায় বন্ধুদের সঙ্গে তীরনই নদীতে গোসল করতে গিয়ে প্রাণ হারালেন সৌরভ হাসান বাপ্পী (১৭) নামে এক কিশোর।
শুক্রবার (২৭ জুন) দুপুরে রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের বুনিয়াডাঙ্গী ব্রিজ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বাপ্পী বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের ঢেকনাপাড়া গ্রামের মোস্তফা হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের আগে বাপ্পীসহ ৬-৭ জন বন্ধু মিলে বুনিয়াডাঙ্গী ব্রিজের নিচে নদীতে গোসল করছিল। একপর্যায়ে বাপ্পী পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা বন্ধুরা ও স্থানীয়রা অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পায়নি।
পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে কিছু সময় পর বাপ্পীর মরদেহ উদ্ধার করে। ঘটনাটি মুহূর্তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।