মাজেদুল ইসলাম হৃদয়, স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য, কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ নেন।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ বলেন, “তামাক নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তামাকের কারণে দেশের মানুষ শুধু স্বাস্থ্যগত ক্ষতির শিকারই হচ্ছে না, অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সমাজের প্রতিটি স্তরে জনসচেতনতা বাড়াতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। বিদ্যালয়, পরিবার এবং গণমাধ্যম এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিলা আকতার, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল, বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আল মামুন জীবনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দরা ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে ডা. শাকিলা আকতার তামাকজনিত রোগ ও ক্ষতির বিবরণ তুলে ধরেন এবং বলেন, “ধূমপান শুধু ব্যক্তির নয়, আশপাশের লোকজনের জীবনকেও ঝুঁকির মুখে ফেলে। স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় আমাদের আরও সক্রিয় হতে হবে।”
অনুষ্ঠান শেষে উপস্থিত অংশগ্রহণকারীরা তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ ও আইনের প্রয়োগে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।