রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর, তাদেরকে শুধু সম্মান দিলে চলবে না অর্থনৈতিক মুক্তি দিতে হবে-এনডিপি “শিক্ষকরা কেবল পেশাজীবী নন তারা জাতির বিবেক-এনডিপি শিক্ষকরা সম্মানিত তাদের দাবি মেনে নিতে হবে : এনডিপি খোলা বাজারে সার না পেলে ইউএনও-কৃষি অফিস ঘেরাও করার ঘোষণা যে ভাইকে আমি রেখে এসেছিলাম সেই ভাই আর নেই-তারেক রহমান। বালিয়াডাঙ্গীতে ১৮০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ধ্বংস করা হলো জনসম্মুখে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের বিরুদ্ধ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ মুক্ত বাংলা আইটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আধুনিক প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত। গুমের শিকার পরিবারের শিল্প প্রদর্শনীতে আমিনুল হক। বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু, বাবা ও আরেক ছেলেসহ আহত ৫

ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর নির্দেশনা

আব্দুল্লাহ আল নোমান, নিজস্ব প্রতিবেদক:
ঠাকুরগাঁও বিমানবন্দর চালুকরণে প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক এক আদেশ জারি করা হয়েছে। গত (২৬ জুন) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নাহিদা পারভীন এক বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করেন।

বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মোঃ মেহেদী হাসান শুভ বিগত (৩১ মে) সংশ্লিষ্ট ১০ টি দপ্তরে রিপ্রেজেন্টেশন দাখিল করেন এবং পরবর্তীতে আইনগত পদক্ষেপ গ্রহণ করেন। এর প্রেক্ষাপটে প্রতিরক্ষা মন্ত্রণালয় এ আদেশ জারি করেন।

অ্যাডভোকেট মোঃ মেহেদী হাসান শুভ জানান, প্রাথমিকভাবে আইনগত পদক্ষেপের কারণে যেহেতু প্রতিরক্ষা মন্ত্রণালয় সাড়া দিয়েছেন, বিধায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঠাকুরগাঁও বিমানবন্দর চালুকরণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি যেহেতু বাংলাদেশ সুপ্রীম কোর্টের মহামান্য হাইকোর্ট বিভাগে বিমানবন্দর চালুকরন প্রসঙ্গে জনস্বার্থে দায়েরকৃত রীট পিটিশন শুনানির অপেক্ষায় রয়েছে, ইনশাআল্লাহ শুনানির পরে সেখান থেকেও নির্দেশনা আসবে।

এছাড়াও ঠাকুরগাঁও বিমানবন্দরটি সংস্কার ও চালুকরণে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং অংশীজন সহ যারা দীর্ঘদিন ধরে মানববন্ধন, আলোচনা, সেমিনার ও দাবি দাওয়া পেশ করেছেন, তাদের অনেক শ্রম রয়েছে, তাই তিনি সকলের প্রতি অত্যন্ত বিনয়ের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

তিনি আরো বলেন, ঠাকুরগাঁও বিমানবন্দর চালু হলে এই সফলতা কারো একার না, এই সফলতা হবে সকল জনগণের, সকল অংশীজনের এবং সকল গুণীজনের।



লাইক করুন