রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর, তাদেরকে শুধু সম্মান দিলে চলবে না অর্থনৈতিক মুক্তি দিতে হবে-এনডিপি “শিক্ষকরা কেবল পেশাজীবী নন তারা জাতির বিবেক-এনডিপি শিক্ষকরা সম্মানিত তাদের দাবি মেনে নিতে হবে : এনডিপি খোলা বাজারে সার না পেলে ইউএনও-কৃষি অফিস ঘেরাও করার ঘোষণা যে ভাইকে আমি রেখে এসেছিলাম সেই ভাই আর নেই-তারেক রহমান। বালিয়াডাঙ্গীতে ১৮০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ধ্বংস করা হলো জনসম্মুখে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের বিরুদ্ধ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ মুক্ত বাংলা আইটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আধুনিক প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত। গুমের শিকার পরিবারের শিল্প প্রদর্শনীতে আমিনুল হক। বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু, বাবা ও আরেক ছেলেসহ আহত ৫

বালিয়াডাঙ্গীতে বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষোভ

Oplus_0

মাজেদুল ইসলাম হৃদয়, স্টাফ রিপোর্টার:

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ, বালিয়াডাঙ্গী উপজেলা শাখার ব্যানারে চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের উপদেষ্টা জুলফিকার আলী জিল্লুর, সভাপতি ও সানরাইজ কিন্ডারগার্টেনের অধ্যক্ষ রফিজুল ইসলাম, স্টার মডেল স্কুলের পরিচালক রেজাউল ইসলাম, লতিফুন্নেছা মডেল স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র সরকার, বেলতলা প্রতিভা স্কুলের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আইয়ুব আলী প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি ও সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে আসছিলেন। হঠাৎ করে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের সেই সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এটি বৈষম্যমূলক সিদ্ধান্ত।

বালিয়াডাঙ্গী উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সভাপতি রফিজুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি প্রজ্ঞাপন বাতিল না করে তাহলে আমরা বৃত্তি পরীক্ষার কেন্দ্রগুলোতে তালা ঝুলিয়ে আন্দোলনে যাবো। তিনি এ বিষয়ে বিএনপি মহাসচিব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা সারজিস আলম এবং জামায়াতের আমিরের দৃষ্টি আকর্ষণ করেন।

পরে বিক্ষোভকারীরা একটি র‌্যালি নিয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে বিক্ষোভ সমাপ্ত করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

ইউএনও শিক্ষার্থীদের শান্তভাবে প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানালে শিক্ষক-শিক্ষার্থীরা কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে ফিরে যান।

 



লাইক করুন