মাজেদুল ইসলাম হৃদয়, স্টাফ রিপোর্টার :
অল্প সময়ের ব্যবধানে স্বামী ও একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত ও দিশেহারা হয়ে পড়েছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মনোয়ারা বেগম। এমন মানবিক পরিস্থিতিতে পরিবারটির পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে মনোয়ারা বেগম ও তার ছোট মেয়ে মুন্নি আক্তারকে ইউএনও নিজের কার্যালয়ে ডেকে চাল ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
ইউএনও পলাশ কুমার দেবনাথ বলেন, “স্বল্প সময়ের মধ্যে স্বামী ও সন্তান হারিয়ে মনোয়ারা বেগম গভীর শোকের মধ্যে আছেন এবং সহায়-সম্বলহীন হয়ে পড়েছেন। আমরা চেষ্টা করেছি তার পাশে দাঁড়াতে। সমাজের বৃত্তবানদেরও এই পরিবারটির পাশে দাঁড়ানো উচিত।”
জানা যায়, মনোয়ারা বেগমের একমাত্র ছেলে মুন্না হোসেন (২০) প্রেমে ব্যর্থ হয়ে প্রায় দুই মাস আগে আত্মহত্যা করেন। ছেলের শোক সহ্য করতে না পেরে স্বামী নূর ইসলাম (৪২) মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়দের সহায়তায় চিকিৎসার উদ্যোগ নেওয়া হলেও আগের দিনই তিনিও গলায় ফাঁস দেন।
বর্তমানে মনোয়ারা বেগম ১০ বছর বয়সী মেয়েকে নিয়ে দিনাতিপাত করছেন। স্বামীর রেখে যাওয়া একটি ছোট ভিটেমাটি ও ছেলের রেখে যাওয়া একটি গরু ছাড়া আর কোনো সহায় নেই। কীভাবে চলবে সংসার—এই দুশ্চিন্তায় প্রতিনিয়ত ভেঙে পড়ছেন তিনি।
সহায়তা পেয়ে মনোয়ারা বেগম বলেন, “ইউএনও সাহেব দুই বস্তা চাল ও নগদ ৫ হাজার টাকা দিয়েছেন। অনেকেই এখন আমাদের খোঁজ নিচ্ছেন। আল্লাহ যেন সবার মঙ্গল করেন।”