রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর, তাদেরকে শুধু সম্মান দিলে চলবে না অর্থনৈতিক মুক্তি দিতে হবে-এনডিপি “শিক্ষকরা কেবল পেশাজীবী নন তারা জাতির বিবেক-এনডিপি শিক্ষকরা সম্মানিত তাদের দাবি মেনে নিতে হবে : এনডিপি খোলা বাজারে সার না পেলে ইউএনও-কৃষি অফিস ঘেরাও করার ঘোষণা যে ভাইকে আমি রেখে এসেছিলাম সেই ভাই আর নেই-তারেক রহমান। বালিয়াডাঙ্গীতে ১৮০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ধ্বংস করা হলো জনসম্মুখে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের বিরুদ্ধ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ মুক্ত বাংলা আইটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আধুনিক প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত। গুমের শিকার পরিবারের শিল্প প্রদর্শনীতে আমিনুল হক। বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু, বাবা ও আরেক ছেলেসহ আহত ৫

বালিয়াডাঙ্গীতে জুলাই দ্রোহ উপলক্ষে ছাত্রশিবিরের নানা আয়োজন

oplus_1048576

মাজেদুল ইসলাম হৃদয়, স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁও জেলা ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে এবং বালিয়াডাঙ্গী আদর্শ থানা শাখার তত্ত্বাবধানে বালিয়াডাঙ্গীতে অনুষ্ঠিত হয়েছে ফ্রি ব্লাড গ্রুপিং, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ‘জুলাই ডকুমেন্টারি’ প্রদর্শন।

সোমবার (৪ আগস্ট) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয়ের কার্যক্রমের পর সন্ধ্যায় জুলাই মাসে ইসলামী আন্দোলনে শহীদদের স্মরণে একটি প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমির মাওলানা আব্দুল হাকিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আনিস আহমেদ, দপ্তর সম্পাদক আল আমিন, মানবাধিকার সম্পাদক সার্জিস, উত্তর থানা শাখার সভাপতি হুমায়ুন কবির, দক্ষিণ থানা শাখার সভাপতি নুরশাদ এবং সাধারণ সম্পাদক আরিফ।



লাইক করুন