বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সরঞ্জাম বিতরণ শেরে বাংলা স্টার অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন মো. মঞ্জুর হোসেন ঈসা শেরে বাংলা এ কে ফজলুল হক: বাংলার মাটি ও মানুষের চিরকালীন নেতা-ঈসা শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর, তাদেরকে শুধু সম্মান দিলে চলবে না অর্থনৈতিক মুক্তি দিতে হবে-এনডিপি “শিক্ষকরা কেবল পেশাজীবী নন তারা জাতির বিবেক-এনডিপি শিক্ষকরা সম্মানিত তাদের দাবি মেনে নিতে হবে : এনডিপি খোলা বাজারে সার না পেলে ইউএনও-কৃষি অফিস ঘেরাও করার ঘোষণা যে ভাইকে আমি রেখে এসেছিলাম সেই ভাই আর নেই-তারেক রহমান। বালিয়াডাঙ্গীতে ১৮০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ধ্বংস করা হলো জনসম্মুখে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের বিরুদ্ধ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ

বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু, বাবা ও আরেক ছেলেসহ আহত ৫

মাজেদুল ইসলাম হৃদয়, স্টাফ রিপোর্টার:
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শফিকুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা ও ভাইসহ ৫ জন আহত হয়েছেন।

সোমবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরে নেওয়ার পথে দশমাইল এলাকায় মারা যান শফিকুল। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গী-নেকরমদ সড়কের ফায়ার সার্ভিসের পাশে এ দুর্ঘটনা ঘটে। পরে

নিহত শফিকুল ইসলাম উপজেলার পাড়িয়া ইউনিয়নের জাউনিয়া গ্রামের দারাজুল ইসলামের ছেলে। আহতরা হলেন, নিহতের বাবা দারাজুল ইসলাম (৪৮), তার ভাই সলেমান আলী, রাণীশংকৈল উপজেলার সন্দারাই গ্রামের মাজারুল ইসলামের ছেলে তানভীর হোসেন (২৬) ও ফারুকের ছেলে আকাশ (২৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন যুবক মোটরসাইকেলে ঠাকুরগাঁও বুড়ির বাঁধ পর্যটন কেন্দ্র থেকে রাণীশংকৈলে বাড়ী ফিরছিলেন। অপরদিকে, দারাজুল ইসলাম তার দুই ছেলেকে নিয়ে  কাজ শেষে মোটরসাইকেলে রাণীশংকৈল থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ফায়ার সার্ভিসের পাশে তাদের দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে শফিকুলের অবস্থা আশঙ্কাজনক হলে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে, পথিমধ্যে দশমাইল এলাকায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, “এ বিষয়ে থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



লাইক করুন