বাগেরহাট প্রতিনিধি:
সাম্প্রতিক সময়ে নিরাপদ উপায়ে খাদ্য প্রস্তুুতের নিমিত্ত গ্লোবাল আলায়েন্স ফর ইমপ্রুভেড নিউট্রিশন কর্তৃক বাগেরহাট সদরে বিভিন্ন হোটেলে, খাবারের দোকানে মাস্ক ও অন টাইম হ্যান্ড গ্লাভস্ বিতরণ করা হয়।
বিভিন্ন হোটেলে, খাবারের দোকানে মাস্ক ও অন টাইম হ্যান্ড গ্লাভস বিতরণ করার বিষয়ে জানতে চাইলে গ্লোবাল আলায়েন্স ফর ইমপ্রুভেড নিউট্রিশন এর সদস্যরা বলেন, ” সাধারণত দেখা যায় যে-বেশিরভাগ খাবার প্রস্তুতির স্থানে যথাযথ নিয়ম অনুসরণ করা হয় না। এগুলো বিতরণের মাধ্যমে-খাদ্য প্রস্তুুতের ক্ষেত্রে নিরাপদ উপায় গুলো সব সময় অনুসরণ করা উচিত এ বার্তা সবখানে পৌঁছাতে চেষ্টা করছি আমরা।”
সংগঠনের পক্ষ থেকে উপকরণগুলো বিতরণ করেন-শিয়াতুল ইসলাম সাব্বির, সিমরান ও ইয়াসিন। এসময় সংগঠনের আরো অনেক সদস্য উপস্থিত ছিলেন।