আমাদের ঠাকুরগাঁও-০৩ আসনের অবহেলিত উপজেলা হলো রাণীশংকৈল আর ঠাকুরগাঁও-০২ আসনের অবহেলিত হলো হরিপুর। এই দুই আসনের দুই উপজেলা উন্নয়নের ছোঁয়া থেকে বারংবার বঞ্চিত।
এই দুই উপজেলায় নেতা নামক কেতা অনেক কিন্তু হ্যাডামওয়ালা আদর্শিক নেতা কজনই বা আছে? এখানকার নেতারা অন্য কারো তেলসামিতে ব্যস্ত থাকে নয়তো দলীয় মাইনাস সিস্টেম পড়ে বঞ্চিত। বেশিরভাগ সময়তো জোট সমঝোতায় ভোটের বলি হয়।
সবখানের কোটা পূরণ হলে রাণীশংকৈলে উন্নয়নের কিছু উচ্ছিষ্ট পৌঁছায় মাঝেমধ্যে তবুও হয় দূর্নীতি। যাইহোক অন্তত এইবার যে ব্যক্তিকেই জনপ্রতিনিধি নির্বাচিত করবেন তাকে ভেবে চিন্তেই করুন।
সংসদে গিয়ে যেনো জনতার পক্ষে বজ্র কন্ঠে কথা বলতে পারে। আসনের জনতার চাহিদাগুলো পূরণ করতে পারবে এমন নেতা নির্বাচিত করুন। ।
জনতার অধিকারের কথা বলুন, আসনের সম উন্নয়নের নিশ্চয়তা নেন।
নেতার নয়, ভোট হোক জনতার ভাগ্য বদলের হাতিয়ার।
মোঃ সোহাগ আলী 
(উদ্যোক্তা, মিডিয়া ও মানবাধিকার কর্মী)