বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
এলিট অসাধুরা নিবন্ধন পেলে, সংগ্রামী তারেকের দল কেন নিবন্ধন পাবেনা- সোহাগ আলী বাগেরহাটে গৃহবধুর অর্ধগলিত মরদেহ উদ্ধার রাজনীতির ভুল-ড. এস. কে. আকরাম আলী রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা : এক কিংবদন্তির স্মৃতিচারণ-ঈসা ‘মন যে বোঝে না’ মুক্তি পাচ্ছে ৭ নভেম্বর জনতার অধিকারের কথা বলুন, আসনের সম উন্নয়নের নিশ্চয়তা নেন। নেতার নয়, ভোট হোক জনতার ভাগ্য বদলের হাতিয়ার-সোহাগ আলী দেশ কি পলাতক হাসিনার আমলাই চালাবে-জুলাই মঞ্চ এই কংক্রিটের শহর বাগেরহাটে নিরাপদ খাদ্য প্রস্তুতিতে সচেতনতা বৃদ্ধিতে গ্লোবাল আলায়েন্স ফর ইমপ্রুভেড নিউট্রিশন শুভ জন্মদিন জননেতা মাহমুদুর রহমান মান্না ৭৫ বছরের তরুণ, সাহস, সততা ও মানবতার প্রতীক-ঈসা

খুলনার নতুন তারায় মা দিবস উদযাপন।

নিজস্ব প্রতিনিধি, মুক্ত বাংলাঃ

আজ ১২ মে ২০২৫, সোমবার সন্ধ্যা ৬টায় খুলনার খালিশপুর গোয়ালখালীতে নতুন তারা সাহিত্য সংস্থার ভবনে মা দিবস উপলক্ষে এক অনন্য সাহিত্য-সংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান ও নতুন তারা আন্তর্জাতিক অনলাইন সাহিত্য সংস্থার উপদেষ্টা মো. মঞ্জুর হোসেন ঈসা।

তিনি বলেন, “মা-এর জন্য কোনো দিবসের প্রয়োজন হয় না। মা প্রতিটি সন্তানের হৃদয়ে প্রতিমুহূর্তে জাগ্রত। তাঁর আদর, স্নেহ, ভালোবাসা ও ত্যাগের তুলনা নেই।” তিনি আরও বলেন, পৃথিবীতে মা নিয়ে যত সাহিত্য সৃষ্টি হয়েছে, অন্য কোনো সম্পর্ক নিয়ে তত লেখা হয়নি। মাদার তেরেসা, বেগম রোকেয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি আলোকিত মা হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি বৃদ্ধাশ্রমের বাস্তবতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সকলকে মা-বাবার প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

ব্যক্তিগত স্মৃতিচারণায় তিনি বলেন, “আমার জীবনে সবচেয়ে বড় প্রেরণা ছিলেন আমার মা। তিনি কখনো নেতিবাচক কিছু বলতেন না। সবসময় বলতেন—তুই একদিন দেশসেরা হবি। আজ তিনি না থাকলেও তাঁর প্রেরণাই আমাকে এগিয়ে নিয়ে চলেছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক সাহেদা খানম। প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত লেখিকা স্মৃতি রেখা বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও লেখক আবু আসলাম বাবু, সাইফুল মিনাসহ প্রমুখ।



লাইক করুন