বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গৃহবধুর অর্ধগলিত মরদেহ উদ্ধার রাজনীতির ভুল-ড. এস. কে. আকরাম আলী রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা : এক কিংবদন্তির স্মৃতিচারণ-ঈসা ‘মন যে বোঝে না’ মুক্তি পাচ্ছে ৭ নভেম্বর জনতার অধিকারের কথা বলুন, আসনের সম উন্নয়নের নিশ্চয়তা নেন। নেতার নয়, ভোট হোক জনতার ভাগ্য বদলের হাতিয়ার-সোহাগ আলী দেশ কি পলাতক হাসিনার আমলাই চালাবে-জুলাই মঞ্চ এই কংক্রিটের শহর বাগেরহাটে নিরাপদ খাদ্য প্রস্তুতিতে সচেতনতা বৃদ্ধিতে গ্লোবাল আলায়েন্স ফর ইমপ্রুভেড নিউট্রিশন শুভ জন্মদিন জননেতা মাহমুদুর রহমান মান্না ৭৫ বছরের তরুণ, সাহস, সততা ও মানবতার প্রতীক-ঈসা গরীব মানুষদের সংসদে গিয়ে নিজেদের পক্ষের আইন বানাতে হবে – হাসনাত কাইয়ূম

জুলাই হিরো মুফতি কামাল, ১৯ জুলাই অন্যরকম জুম্মার দিন।

সেদিন মুফতি কামাল উদ্দিন জুমার খুতবায় সবাইকে হাত তুলে ওয়াদা করিয়েছিলেন আন্দোলনে ঝাপায়ে পড়ার জন্য। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কে এই মুফতি কামাল, কী তার অবদান চলুন পরিচয় করিয়ে দেয়।

মুফতি কামাল উদ্দিন হেফাজতে ইসলামের সহকারী অর্থ- সম্পাদক, এছাড়া তিনি উত্তরা জামিয়া মাহমুদিয়া মাদ্রাসার পরিচালক। জুলাই ছিল তার কাছে জালেমের বিরুদ্ধে একজন মুসলমানের লড়াই।

১৯ জুলাইয়ের জুমার নামাজ ছিল বছরের অন্যান্য জুমার নামাজগুলার চাইতে আলাদা, এবং জুলাইয়ের ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহুর্তের একটা। জুমা শেষ করে সারাদেশের মসজিদগুলা থেকে মানুষ দলে দলে রাস্তায় নেমে আসে।

 

মুফতি কামাল উদ্দিন বলতেছিলেন, ‘সেদিন আমার জুমার বয়ানের আলোচনার সারমর্ম ছিল, হাসিনা যে একজন জালেম স্বৈরাচার, ছাত্রজনতার আন্দোলন যে যৌক্তিক, তাদের পাশে থাকার জন্য অভিভাবক হিসাবে যে আমাদেরও রাস্তায় নেমে আসা উচিত, কুরআন হাদিসের আলোকে তা মুসল্লিদের সামনে পেশ করা।’

 

শুধু সেই বয়ানই না, পুরা জুলাইজুড়ে মুফতি কামাল ছদ্মবেশে রাস্তায় নামতেন আন্দোলনকারীদের মধ্যে পানি, জুস বিতরণ করার জন্য। উত্তরা উলামা পরিষদের পক্ষ থেকে একটা টিম তৈরি করেন, যাদের কাজ ছিল হাসপাতালে হাসপাতালে আহতদের সেবাযত্ন করা। তিনি বলতেছিলেন, ‘একবার ত সরাসরি লাইভ বুলেটের হাত থেকে বেঁচে গেছি শুধু কয়েক ইঞ্চির জন্য, বুলেটটা আমার জামার পাশ ঘেষে চলে যায়!’

 

৫ আগস্ট তিনি তার মাদ্রাসার সকল ছাত্রদেরকে নিয়ে গণভবনের উদ্দেশ্যে মিছিলে যোগ দেন, এবং তারই ভাষ্যমতে ‘জালেমের বিরুদ্ধে একজন মুসলমানের লড়াই’কে সফল করে ফিরে আসেন।

 

তথ্যসূত্রঃ JRA-জুলাই রেকর্ডস



লাইক করুন