মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এনডিপির শ্রদ্ধাঞ্জলি ও প্রতিশ্রুতি গণতান্ত্রিক সংস্কার জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। রাণীশংকৈলে দৈনিক জনকন্ঠের সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি দলিত-হরিজনরা এখনো বৈষম্যের শিকার-শুভ চন্দ্র শীল আল আমিন হত্যার বিচার এই মাটিতেই হবে: শেখ রবিউল আলম আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে মানববন্ধন: সমাজে পুরুষ নির্যাতনের বিষয়টিও গুরুত্ব পাওয়া উচিত-মঞ্জুর হোসেন ঈসা আন্তর্জাতিক পুরুষ দিবস কিন্তু সমাজে পুরুষের কাঁদতে মানা-সোহাগ আলী। বালিয়াডাঙ্গীতে গরীবের ১০ হাজার বস্তা চাল পড়ে আছে গুদামে, চার মাসেও হয়নি বিতরণ প্রস্তাবিত পরিশ্রমী মহিলা সমবায় সমিতি লিমিটেডের নতুন কমিটির অনুমোদন ৭ নভেম্বর ১৯৭৫ এবং ৫ আগস্ট ২০২৪ : উভয় ক্ষেত্রেই ভারত পরাজিত হয়েছে- ড. এস. কে. আকরাম আলী

বালিয়াডাঙ্গীতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের (আইএইচআরসি) শাখার শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ ট্রাস্টের বালিয়াডাঙ্গী উপজেলা শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ জুন) দুপুরে উপজেলা পরিষদের অডিটরিয়াম হলরুমে ফিতা কেটে কমিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে কমিশনের আন্তর্জাতিক চেয়ারম্যান আনন্দ মহল সরকার নতুন কমিটির জন্য শুভেচ্ছা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী উপজেলায় আইএইচআরসি বাংলাদেশ ট্রাস্টের আলী আহসানকে সভাপতি এবং জয়নালকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের অতিথিরা কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা কমিটির সভাপতি আলী আহসান। বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি আবু সাইদ, সাধারণ সম্পাদক সেলিম রেজা, ধর্ম বিষয়ক সম্পাদক মসলিম উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী বণিক সমিতির সভাপতি তোফাইল হোসেন ও আমজানখোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী। এছাড়াও বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্তরের মানবাধিকারকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সভাপতি আলী আহসান তার বক্তব্যে বলেন, “মানবাধিকার মানেই মানুষের পাশে দাঁড়ানো। যারা নিপীড়িত, বঞ্চিত, অবহেলিত তাদের অধিকারের কথা বলা, তাদের পাশে থাকা, এটাই আমাদের দায়িত্ব। আইএইচআরসি-কে উপজেলাজুড়ে মানবিক সহায়তার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।”



লাইক করুন