মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এনডিপির শ্রদ্ধাঞ্জলি ও প্রতিশ্রুতি গণতান্ত্রিক সংস্কার জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। রাণীশংকৈলে দৈনিক জনকন্ঠের সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি দলিত-হরিজনরা এখনো বৈষম্যের শিকার-শুভ চন্দ্র শীল আল আমিন হত্যার বিচার এই মাটিতেই হবে: শেখ রবিউল আলম আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে মানববন্ধন: সমাজে পুরুষ নির্যাতনের বিষয়টিও গুরুত্ব পাওয়া উচিত-মঞ্জুর হোসেন ঈসা আন্তর্জাতিক পুরুষ দিবস কিন্তু সমাজে পুরুষের কাঁদতে মানা-সোহাগ আলী। বালিয়াডাঙ্গীতে গরীবের ১০ হাজার বস্তা চাল পড়ে আছে গুদামে, চার মাসেও হয়নি বিতরণ প্রস্তাবিত পরিশ্রমী মহিলা সমবায় সমিতি লিমিটেডের নতুন কমিটির অনুমোদন ৭ নভেম্বর ১৯৭৫ এবং ৫ আগস্ট ২০২৪ : উভয় ক্ষেত্রেই ভারত পরাজিত হয়েছে- ড. এস. কে. আকরাম আলী

বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল, একজনের মৃত্যু, আরেকজন হাসপাতালে

 

স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় মিতু আক্তার রেশি (১৭) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। একই কারণে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে আরেক শিক্ষার্থী আরমিনা আক্তার (১৬)।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর হতাশ হয়ে আত্মহত্যার এই ঘটনা ঘটে।

মিতু আক্তার রেশি উপজেলার চাড়োল ইউনিয়নের দোগাছি খিরাপুকুর গ্রামের রুহুল আমিনের মেয়ে। সে বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল এবং রসায়ন ও গণিত বিষয়ে ফেল করে।

অন্যদিকে আত্মহত্যার চেষ্টা চালানো আরমিনা আক্তার দুওসুও ইউনিয়নের আনছারুল ইসলামের মেয়ে এবং চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। সে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ফেল করে।

নিহত মিতুর দাদা সিরাজুল ইসলাম ও স্বজন মানিক জানান, “রেজাল্ট বের হওয়ার পর মিতু বান্ধবীদের সঙ্গে মোবাইলে ফলাফল দেখে। অকৃতকার্য হওয়ার খবর জেনে সে বাড়ি ফিরে নিজ কক্ষে দরজা বন্ধ করে দেয়। ছোট ভাই বিষয়টি বুঝে মাঠে কাজ করা মা–বাবাকে খবর দেয়। দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।”

অন্যদিকে, আত্মহত্যার চেষ্টা করা আরমিনার চাচী জানান, “ফল খারাপ আসায় আরমিনাকে তার মা বকাঝকা করে। পরে রাগ করে সে তরল জাতীয় কীটনাশক পান করে। মুখে থুতু ফেলতে গিয়ে গন্ধে বিষক্রিয়ার বিষয়টি ধরা পড়ে। পরে দ্রুত তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।”

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী সরকার বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছি।”



লাইক করুন