মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এনডিপির শ্রদ্ধাঞ্জলি ও প্রতিশ্রুতি গণতান্ত্রিক সংস্কার জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। রাণীশংকৈলে দৈনিক জনকন্ঠের সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি দলিত-হরিজনরা এখনো বৈষম্যের শিকার-শুভ চন্দ্র শীল আল আমিন হত্যার বিচার এই মাটিতেই হবে: শেখ রবিউল আলম আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে মানববন্ধন: সমাজে পুরুষ নির্যাতনের বিষয়টিও গুরুত্ব পাওয়া উচিত-মঞ্জুর হোসেন ঈসা আন্তর্জাতিক পুরুষ দিবস কিন্তু সমাজে পুরুষের কাঁদতে মানা-সোহাগ আলী। বালিয়াডাঙ্গীতে গরীবের ১০ হাজার বস্তা চাল পড়ে আছে গুদামে, চার মাসেও হয়নি বিতরণ প্রস্তাবিত পরিশ্রমী মহিলা সমবায় সমিতি লিমিটেডের নতুন কমিটির অনুমোদন ৭ নভেম্বর ১৯৭৫ এবং ৫ আগস্ট ২০২৪ : উভয় ক্ষেত্রেই ভারত পরাজিত হয়েছে- ড. এস. কে. আকরাম আলী

বালিয়াডাঙ্গীতে গ্রামে জমি কিনে ঢাকায় ফেরার আগেই রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদে জন্য আটক ৫

Oplus_131072

স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ইব্রাহিম (৬৭) নামে এক ব্যক্তির পুকুর পাড় থেকে মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করে থানায় আনা হয়।

সোমবার (২৬ মে) গভীর রাতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের বেংরোল জিয়াবাড়ী দক্ষিণপাড়া গ্রামে মৃত্যুর ঘটনা ঘটে। মঙ্গলবার (২৭ মে) দুপুরে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে এবং এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এর আগেই কাউকে না জানিয়ে বৃদ্ধের মরদেহ দাফনের চেষ্টাও করেছিল পরিবারের লোকজন।

নিহত ইব্রাহিম ওই গ্রামের মৃত সফির উদ্দীনের ছেলে।

আটককৃতরা হলেন বেংরোল জিয়বাড়ী গ্রামের ইয়াকুব আলী, তার স্ত্রী খতেজা বেগম, নাসিরুল ইসলাম, হাসান আলী ওরফে শেয়াল এবং আব্দুল জলিল। সকলেই বৃদ্ধ ইব্রাহিমের আত্মীয়।

স্থানীয়রা জানান, ১০ শতক জমি নিতে ঢাকা থেকে গ্রামের বাসায় এসেছিলেন বৃদ্ধ ইব্রাহিম আলী। জমি কেনার পর রেজিষ্ট্রিও করেছেন গত বৃহস্পতিবার। ঢাকায় ফেরার জন্য পরিকল্পনা করছিলেন। কিন্তু বাড়ী থেকে আধা কিলোমিটার দুরে মসজিদের পাশের ডোবার ধার থেকে তার মরদেহ পাওয়া গেছে। বৃদ্ধের মৃত্যুকে ঘিরে নানা রহস্য তৈরি হয়েছে।

স্থানীয়রা আরও জানান, স্ত্রী-ছেলে সন্তান নিয়ে ঢাকায় থাকতেন ইব্রাহিম আলী। সেখানে রিক্সা চালিয়ে এবং ম্যাচে রান্না করে রিক্সাচালকদের খাইয়ে জীবন-যাপন করতেন বলে জানা গেছে।

 

আটককৃতদের মধ্যে ইয়াকুব আলী জানান, আমি রাতে বাড়ী ফিরছিলাম। তখন প্রায় ১টা বাজে। লাইটের আলোয় ইব্রাহিম ভাইকে পড়ে থাকতে দেখে আরও লোকজনকে ডাকতে আসি। এরমধ্যেই অনেক লোকজন জড়ো হয়। পরে তার মরদেহ আমরা তুলে নিয়ে এসে ঢাকা থাকা তার স্ত্রী-সন্তান কে খবর দেয়।

এদিকে খবর পেয়ে ঢাকা থেকে রওয়ানা দিয়েছেন বৃদ্ধ ইব্রাহিমের স্ত্রী ও ছেলে আলম হোসেন। তিনি মুঠোফোনে জানান, বাবা মারা গেছেন এটা আমাকে জানিয়েছে। রাস্তায় পড়েছিল, বলছে স্ট্রোক করছে। এরবাইরে কিছু বলতে পারছিনা। ঢাকা থেকে রওয়ানা দিয়েছি।

দুওসুও ইউনিয়ন বিএনপি’র সভাপতি এসএম সফিকুল ইসলাম জানান, সকালে আমি খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি মরদেহ ডোবার ধার থেকে এনে গোসল করিয়ে দাফনের প্রস্তুতি নিচ্ছিল স্বজন। অথছ ঢাকা থেকে স্ত্রী সন্তান কেউ আসেনি। এলাকার লোকজনের সাথে কথা বলে সন্দেহ হলে আমি পুলিশকে অবগত করি।

বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার জানান, বৃদ্ধের মৃত্যুটি রহস্যজনক। আমরা জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছি। এছাড়াও প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে করতে গিয়ে পুলিশ বৃদ্ধের গায়ে টানা-হেচড়া করার দাগ মিলেছে। গোসল করার কারণে কিছু আলামত নষ্ট হয়েছে। মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে আরও পরিস্কার ভাবে বলা যাবে।



লাইক করুন