মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এনডিপির শ্রদ্ধাঞ্জলি ও প্রতিশ্রুতি গণতান্ত্রিক সংস্কার জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। রাণীশংকৈলে দৈনিক জনকন্ঠের সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি দলিত-হরিজনরা এখনো বৈষম্যের শিকার-শুভ চন্দ্র শীল আল আমিন হত্যার বিচার এই মাটিতেই হবে: শেখ রবিউল আলম আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে মানববন্ধন: সমাজে পুরুষ নির্যাতনের বিষয়টিও গুরুত্ব পাওয়া উচিত-মঞ্জুর হোসেন ঈসা আন্তর্জাতিক পুরুষ দিবস কিন্তু সমাজে পুরুষের কাঁদতে মানা-সোহাগ আলী। বালিয়াডাঙ্গীতে গরীবের ১০ হাজার বস্তা চাল পড়ে আছে গুদামে, চার মাসেও হয়নি বিতরণ প্রস্তাবিত পরিশ্রমী মহিলা সমবায় সমিতি লিমিটেডের নতুন কমিটির অনুমোদন ৭ নভেম্বর ১৯৭৫ এবং ৫ আগস্ট ২০২৪ : উভয় ক্ষেত্রেই ভারত পরাজিত হয়েছে- ড. এস. কে. আকরাম আলী

বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু, বাবা ও আরেক ছেলেসহ আহত ৫

মাজেদুল ইসলাম হৃদয়, স্টাফ রিপোর্টার:
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শফিকুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা ও ভাইসহ ৫ জন আহত হয়েছেন।

সোমবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরে নেওয়ার পথে দশমাইল এলাকায় মারা যান শফিকুল। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গী-নেকরমদ সড়কের ফায়ার সার্ভিসের পাশে এ দুর্ঘটনা ঘটে। পরে

নিহত শফিকুল ইসলাম উপজেলার পাড়িয়া ইউনিয়নের জাউনিয়া গ্রামের দারাজুল ইসলামের ছেলে। আহতরা হলেন, নিহতের বাবা দারাজুল ইসলাম (৪৮), তার ভাই সলেমান আলী, রাণীশংকৈল উপজেলার সন্দারাই গ্রামের মাজারুল ইসলামের ছেলে তানভীর হোসেন (২৬) ও ফারুকের ছেলে আকাশ (২৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন যুবক মোটরসাইকেলে ঠাকুরগাঁও বুড়ির বাঁধ পর্যটন কেন্দ্র থেকে রাণীশংকৈলে বাড়ী ফিরছিলেন। অপরদিকে, দারাজুল ইসলাম তার দুই ছেলেকে নিয়ে  কাজ শেষে মোটরসাইকেলে রাণীশংকৈল থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ফায়ার সার্ভিসের পাশে তাদের দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে শফিকুলের অবস্থা আশঙ্কাজনক হলে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে, পথিমধ্যে দশমাইল এলাকায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, “এ বিষয়ে থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



লাইক করুন