বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
এলিট অসাধুরা নিবন্ধন পেলে, সংগ্রামী তারেকের দল কেন নিবন্ধন পাবেনা- সোহাগ আলী বাগেরহাটে গৃহবধুর অর্ধগলিত মরদেহ উদ্ধার রাজনীতির ভুল-ড. এস. কে. আকরাম আলী রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা : এক কিংবদন্তির স্মৃতিচারণ-ঈসা ‘মন যে বোঝে না’ মুক্তি পাচ্ছে ৭ নভেম্বর জনতার অধিকারের কথা বলুন, আসনের সম উন্নয়নের নিশ্চয়তা নেন। নেতার নয়, ভোট হোক জনতার ভাগ্য বদলের হাতিয়ার-সোহাগ আলী দেশ কি পলাতক হাসিনার আমলাই চালাবে-জুলাই মঞ্চ এই কংক্রিটের শহর বাগেরহাটে নিরাপদ খাদ্য প্রস্তুতিতে সচেতনতা বৃদ্ধিতে গ্লোবাল আলায়েন্স ফর ইমপ্রুভেড নিউট্রিশন শুভ জন্মদিন জননেতা মাহমুদুর রহমান মান্না ৭৫ বছরের তরুণ, সাহস, সততা ও মানবতার প্রতীক-ঈসা

বালিয়াডাঙ্গীতে ১২৪ বস্তা সার জব্দ, ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা

Oplus_131072

স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে ১২৪ বস্তা সার মজুদের দায়ে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) উপজেলার বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও মহাসড়কের মেসার্স আবিদ ট্রেডার্সের প্রোপাইটর সাবুল ইসলামের তিনটি গোডাউন থেকে অবৈধ মজুদের দায়ে ডিএপি ৫৩ বস্তা, টিএসপি ৪৬ বস্তা ও এমওপি ২৫ বস্তা মোট ১২৪ বস্তা সার জব্দ করা হয়। এসব সারের সরকারি বাজারমূল্য ১ লাখ ৪২ হাজার ৭৫০ টাকা। দায় স্বীকার করায় আবিদ ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মফিজুর রহমান।

অভিযানে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল, সহকারী কৃষি কর্মকর্তা লতিফুল ইসলাম এবং পুলিশের সদস্যরা।

বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল বলেন, “আমরা গোপন সংবাদের ভিত্তিকে সার জব্দের বিষয়টি খবর পায়। পরে প্রশাসনের সহায়তায় ১২৪ বস্তা সার জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত সার ও জরিমানা কার্যকর করা হয়।”

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান বলেন, “ডিএপি, এমওপি ও টিএসপি মিলিয়ে মোট ১২৪ বস্তা সার জব্দ করা হয়েছে। জরিমানা আদায়ের পর ন্যায্যমূল্যে এসব সার কৃষকদের মাঝে বিক্রি করা হয়। বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।”



লাইক করুন