মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এনডিপির শ্রদ্ধাঞ্জলি ও প্রতিশ্রুতি গণতান্ত্রিক সংস্কার জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। রাণীশংকৈলে দৈনিক জনকন্ঠের সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি দলিত-হরিজনরা এখনো বৈষম্যের শিকার-শুভ চন্দ্র শীল আল আমিন হত্যার বিচার এই মাটিতেই হবে: শেখ রবিউল আলম আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে মানববন্ধন: সমাজে পুরুষ নির্যাতনের বিষয়টিও গুরুত্ব পাওয়া উচিত-মঞ্জুর হোসেন ঈসা আন্তর্জাতিক পুরুষ দিবস কিন্তু সমাজে পুরুষের কাঁদতে মানা-সোহাগ আলী। বালিয়াডাঙ্গীতে গরীবের ১০ হাজার বস্তা চাল পড়ে আছে গুদামে, চার মাসেও হয়নি বিতরণ প্রস্তাবিত পরিশ্রমী মহিলা সমবায় সমিতি লিমিটেডের নতুন কমিটির অনুমোদন ৭ নভেম্বর ১৯৭৫ এবং ৫ আগস্ট ২০২৪ : উভয় ক্ষেত্রেই ভারত পরাজিত হয়েছে- ড. এস. কে. আকরাম আলী

মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারীর বাড়িতে চুরি, নিয়ে গেছে স্বর্ণালংকারসহ নগদ টাকা

স্টাফ রিপোর্টার:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত সহকারী ইউনুস আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যদের চেতনানাশক ছিটিয়ে অচেতন করে চোরের দল ৩ ভরি স্বর্ণালংকার, প্রয়োজনীয় কাগজপত্র এবং নগদ লক্ষাধিক টাকা নিয়ে গেছে চোরের দল।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৭ জুন) গভীর রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী আমজানখোর ইউনিয়নের জাফরটলি গ্রামে। একই রাতে ইউনুস আলীর প্রতিবেশী মতিউর রহমানের বাড়িতেও চুরি হয়। তবে ঘটনার সময় ইউনুস আলী বাড়িতে ছিলেন না।

চুরির খবর পেয়ে পুলিশ সকালে ও বিকেলে দুই দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ইউনুস আলীর ভাই আশরাফুল ইসলাম বলেন, “রাতে চেতনানাশক ঔষধ স্প্রে করে চোরেরা তিনটি ঘরে ঢুকে আলমারি ভেঙে প্রয়োজনীয় কাগজপত্র, স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা চুরি করে। বাবার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। সকালে প্রতিবেশীদের ডেকে দরজা খুলে দেখি গেটের বাইরে কিছু কাগজপত্র ফেলে গেছে।”

ইউনুস আলীর বাবা বলেন, “চোরেরা আমার ঘরের দরজা বাইরে থেকে লাগিয়ে দেয়। ফজরের নামাজে বের হতে পারছিলাম না। পরে চিৎকার করলে লোকজন এসে দরজা খোলে। ৩ ভরি স্বর্ণ, আশরাফুলের নগদ টাকাসহ (লক্ষাধিক টাকা) প্রয়োজনীয় কিছু কাগজপত্র চুরি গেছে।”

প্রতিবেশী মতিউর রহমান বলেন, “আমার ঘরের ট্রাংক ও শোকেস থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে গেছে। কিছু কাগজপত্র বাইরে ফেলে যায়। প্রথমে ভেবেছিলাম ইউনুস সাহেবের ঘরের, পরে বুঝি সেগুলো আমাদেরই।”

তার স্ত্রী সালেহা বেগম বলেন, “ইউনুস ভাই বিএনপি মহাসচিবের সহকারী— এই নিরাপত্তা ভাবেই এতদিন নিশ্চিন্তে ছিলাম। এখন এলাকায় আতঙ্ক বিরাজ করছে।”

প্রতিবেশীদের মতে, এমন গুরুত্বপূর্ণ ব্যক্তির বাড়িতে যদি চুরি হয়, তাহলে সাধারণ মানুষ কতটা নিরাপদ? তারা দ্রুত চোর শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

চুরির বিষয়ে পরিবারের সদস্যরা মোবাইলে ইউনুস আলীকে জানিয়েছেন। তিনি তার ভাই আশরাফুল ইসলামকে আইনের আশ্রয় নিতে বলেছেন।

এ বিষয়ে ইউনুস আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

ঘটনাস্থল পরিদর্শনের এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দুইবার ঘটনাস্থলে গিয়েছি। ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন। আমরা তদন্ত শুরু করেছি।”



লাইক করুন