মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এনডিপির শ্রদ্ধাঞ্জলি ও প্রতিশ্রুতি গণতান্ত্রিক সংস্কার জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। রাণীশংকৈলে দৈনিক জনকন্ঠের সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি দলিত-হরিজনরা এখনো বৈষম্যের শিকার-শুভ চন্দ্র শীল আল আমিন হত্যার বিচার এই মাটিতেই হবে: শেখ রবিউল আলম আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে মানববন্ধন: সমাজে পুরুষ নির্যাতনের বিষয়টিও গুরুত্ব পাওয়া উচিত-মঞ্জুর হোসেন ঈসা আন্তর্জাতিক পুরুষ দিবস কিন্তু সমাজে পুরুষের কাঁদতে মানা-সোহাগ আলী। বালিয়াডাঙ্গীতে গরীবের ১০ হাজার বস্তা চাল পড়ে আছে গুদামে, চার মাসেও হয়নি বিতরণ প্রস্তাবিত পরিশ্রমী মহিলা সমবায় সমিতি লিমিটেডের নতুন কমিটির অনুমোদন ৭ নভেম্বর ১৯৭৫ এবং ৫ আগস্ট ২০২৪ : উভয় ক্ষেত্রেই ভারত পরাজিত হয়েছে- ড. এস. কে. আকরাম আলী

৩ জন নিয়ে সিপিবির বিক্ষোভ, বললেন একজন হলেও আন্দোলন চলবে

Oplus_0

স্টাফ রিপোর্টার :
চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানিকে যুক্ত করার পদক্ষেপ, রাখাইনের জন্য মানবিক করিডোরের উদ্যোগ, ও স্টারলিংকের ইন্টারনেট সেবা চালুর মাধ্যমে বাংলাদেশকে ‘সাম্রাজ্যবাদী যুদ্ধচক্রে’ জড়ানোর প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তিনজন সদস্য নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শুক্রবার (২৭ জুন) রাত ৯টার দিকে বালিয়াডাঙ্গী চৌরাস্তার ইক্ষু সেন্টার এলাকা থেকে মিছিলটি বের হয়ে চারমাথা ঘুরে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক মসলিম উদ্দিন। তার সঙ্গে ছিলেন উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক দিনুরাম।

‘চট্টগ্রামের করিডোর বন্ধ করো’ এমন স্লোগানে মিছিলটি সামান্য সংখ্যাতেও দৃষ্টি কাড়ে স্থানীয়দের।

সংক্ষিপ্ত বক্তব্যে মসলিম উদ্দিন বলেন, “চট্টগ্রামের করিডোরের নামে জাতীয় স্বার্থ বিসর্জন দেওয়া হচ্ছে। সরকারের এই পদক্ষেপ জনগণের বিপক্ষে। ধনী-গরিব বৈষম্য দিন দিন বাড়ছে—আমরা এর প্রতিবাদ করছি।”

মিছিলের পর উপস্থিত সাংবাদিকরা প্রশ্ন করেন, “মাত্র তিনজন নিয়ে মিছিল?” উত্তরে মসলিম উদ্দিন বলেন, “আমাদের অধিকাংশ কর্মী কৃষিকাজে ব্যস্ত।এই সময়ে আমনের বীজতলা তৈরি হচ্ছে। তারা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে মাঠে, আর আমরা রাজপথে। একজন হলেও আন্দোলন চলবে।”

উল্লেখ্য, বালিয়াডাঙ্গী উপজেলায় সিপিবি মাঝেমধ্যেই ৪–৫ জন সদস্য নিয়ে ছোট আকারে তাদের দলীয় কর্মসূচি পালন করে থাকে।



লাইক করুন