মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এনডিপির শ্রদ্ধাঞ্জলি ও প্রতিশ্রুতি গণতান্ত্রিক সংস্কার জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। রাণীশংকৈলে দৈনিক জনকন্ঠের সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি দলিত-হরিজনরা এখনো বৈষম্যের শিকার-শুভ চন্দ্র শীল আল আমিন হত্যার বিচার এই মাটিতেই হবে: শেখ রবিউল আলম আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে মানববন্ধন: সমাজে পুরুষ নির্যাতনের বিষয়টিও গুরুত্ব পাওয়া উচিত-মঞ্জুর হোসেন ঈসা আন্তর্জাতিক পুরুষ দিবস কিন্তু সমাজে পুরুষের কাঁদতে মানা-সোহাগ আলী। বালিয়াডাঙ্গীতে গরীবের ১০ হাজার বস্তা চাল পড়ে আছে গুদামে, চার মাসেও হয়নি বিতরণ প্রস্তাবিত পরিশ্রমী মহিলা সমবায় সমিতি লিমিটেডের নতুন কমিটির অনুমোদন ৭ নভেম্বর ১৯৭৫ এবং ৫ আগস্ট ২০২৪ : উভয় ক্ষেত্রেই ভারত পরাজিত হয়েছে- ড. এস. কে. আকরাম আলী

ঠাকুরগাঁওয়ের ১০০০ কেজি ওজনের ‘কালা বাবু’র দাম ৬ লাখ টাকা

স্টাফ রিপোর্টার:
রঙে কালো, দেহে পাহাড়—ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কোরবানির হাট মাতাতে প্রস্তুত ১,০০০ কেজি ওজনের বিশালাকৃতির গরু ‘কালা বাবু’। শান্ত স্বভাবের এই গরুকে দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন আশপাশের গ্রামের শত শত মানুষ। আসন্ন ঈদুল আজহায় এর সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ৬ লাখ টাকা।

পুরো শরীরজুড়ে কালো রঙ ও বিশাল আকৃতির কারণে গরুটির নাম রাখা হয়েছে ‘কালা বাবু’। গরুটির মালিক রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারের হোটেল ব্যবসায়ী মনোয়ার হোসেন। তিনি জানান, দেড় বছর আগে গ্রামের এক কৃষকের কাছ থেকে ফ্রিজিয়ান জাতের কালো বাছুরটি কিনেছিলেন। তারপর থেকেই সন্তানস্নেহে লালন-পালন করে বড় করেছেন।

মনোয়ার হোসেন বলেন, “প্রতিদিন কাঁচা ঘাস, চালের কুড়া, ভুসি, খৈল, ভুট্টা ও অ্যাংকর খাওয়ানো হয়। খরচ হয় প্রায় ৭০০ টাকা। দিনে ২-৩ বার গোসল করাই পাইপ দিয়ে। গরমে আরাম দিতে ফ্যান চালানো হয়, আর মশা তাড়াতে প্রতিদিন চারটি কয়েল জ্বালাতে হয়।”

কালা বাবুকে ঘিরে এখন এলাকায় ব্যাপক আলোচনা। স্থানীয়রা বলছেন, এটি হতে পারে রাণীশংকৈল উপজেলার সবচেয়ে বড় গরু।
এবারের কোরবানিতে গরুটি বিক্রি করে দিতে চান মনোয়ার। দাম চেয়েছেন ৬ লাখ টাকা। তিনি বলেন, “যারা কিনতে আগ্রহী, তারা বাড়িতে এসে কিংবা হাটে গিয়ে দেখে শুনে দাম করতে পারবেন।”

গরুটি আগামী রবিবার উপজেলার সবচেয়ে বড় পশুর হাট নেকমরদ বাজারে তোলা হবে। আগ্রহীরা চাইলে সরাসরি ০১৭১৯-৩৪৬৬১৮ নম্বরে যোগাযোগ করেও গরুটি কিনতে পারেন।

রাণীশংকৈল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রূপম চন্দ্র মহন্ত বলেন, “আমাদের জানা মতে, মনোয়ার হোসেনের ‘কালা বাবু’ গরুটিই এখন পর্যন্ত উপজেলায় সবচেয়ে বড়। এটি কোরবানির হাটে বড় আকর্ষণ হবে বলেই আমরা মনে করছি।”



লাইক করুন