স্টাফ রিপোর্টার :
চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানিকে যুক্ত করার পদক্ষেপ, রাখাইনের জন্য মানবিক করিডোরের উদ্যোগ, ও স্টারলিংকের ইন্টারনেট সেবা চালুর মাধ্যমে বাংলাদেশকে ‘সাম্রাজ্যবাদী যুদ্ধচক্রে’ জড়ানোর প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তিনজন সদস্য নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শুক্রবার (২৭ জুন) রাত ৯টার দিকে বালিয়াডাঙ্গী চৌরাস্তার ইক্ষু সেন্টার এলাকা থেকে মিছিলটি বের হয়ে চারমাথা ঘুরে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক মসলিম উদ্দিন। তার সঙ্গে ছিলেন উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক দিনুরাম।
‘চট্টগ্রামের করিডোর বন্ধ করো’ এমন স্লোগানে মিছিলটি সামান্য সংখ্যাতেও দৃষ্টি কাড়ে স্থানীয়দের।
সংক্ষিপ্ত বক্তব্যে মসলিম উদ্দিন বলেন, “চট্টগ্রামের করিডোরের নামে জাতীয় স্বার্থ বিসর্জন দেওয়া হচ্ছে। সরকারের এই পদক্ষেপ জনগণের বিপক্ষে। ধনী-গরিব বৈষম্য দিন দিন বাড়ছে—আমরা এর প্রতিবাদ করছি।”
মিছিলের পর উপস্থিত সাংবাদিকরা প্রশ্ন করেন, “মাত্র তিনজন নিয়ে মিছিল?” উত্তরে মসলিম উদ্দিন বলেন, “আমাদের অধিকাংশ কর্মী কৃষিকাজে ব্যস্ত।এই সময়ে আমনের বীজতলা তৈরি হচ্ছে। তারা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে মাঠে, আর আমরা রাজপথে। একজন হলেও আন্দোলন চলবে।”
উল্লেখ্য, বালিয়াডাঙ্গী উপজেলায় সিপিবি মাঝেমধ্যেই ৪–৫ জন সদস্য নিয়ে ছোট আকারে তাদের দলীয় কর্মসূচি পালন করে থাকে।