আব্দুল্লাহ আল নোমান নিজস্ব প্রতিবেদক –
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। সোমবার (৩০ জুন) উপজেলার ধনতলা ইউনিয়নের জোতপাড়া গ্রামে দিবসটি উপলক্ষে র্যালি আলোচনা সভা ,ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন করা যায়।
এসময় উপস্থিত ছিলেন,আদিবাসি প্রতিনিধি সুচিত্রা রাণী, বানাগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গায়েন সরেন,আদিবাসি প্রতিনিধি আরতি সরেন, ইএসডিও প্রতিনিধি খাইরুল ইসলাম,মিঠু দাস ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
সভায় আরতি সরেন বলেন,আদিবাসিদের অধিকার রক্ষার জন্য সিধু কানু বিদ্রোহ করেন তাই আমাদের ও লড়াই করে বাঁচতে হবে।
গায়েন সরেন বলেন, ভারতের ঝাড়খন্ড থেকে প্রথমে সিধু কানু অধিকার রক্ষার জন্য বিদ্রোহ করেন। সিধু কানু বীরদের মত সকল জুলুম নিপীড়নের শিকড় উপড়ে ফেলতে হবে। আদিবাসিদের নিজেদের অধিকার পাওয়ার জন্য উপজেলায় যোগাযোগ বাড়াতে হবে এবং শিশুদের স্বশিক্ষায় শিক্ষিত করতে হবে।
কার্যক্রমের উদ্দেশ্য হলো দিবসটির তাৎপর্য তুলে ধরা ও আদিবাসিদের অধিকার সম্পর্কে সচেতন করা