মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এনডিপির শ্রদ্ধাঞ্জলি ও প্রতিশ্রুতি গণতান্ত্রিক সংস্কার জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। রাণীশংকৈলে দৈনিক জনকন্ঠের সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি দলিত-হরিজনরা এখনো বৈষম্যের শিকার-শুভ চন্দ্র শীল আল আমিন হত্যার বিচার এই মাটিতেই হবে: শেখ রবিউল আলম আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে মানববন্ধন: সমাজে পুরুষ নির্যাতনের বিষয়টিও গুরুত্ব পাওয়া উচিত-মঞ্জুর হোসেন ঈসা আন্তর্জাতিক পুরুষ দিবস কিন্তু সমাজে পুরুষের কাঁদতে মানা-সোহাগ আলী। বালিয়াডাঙ্গীতে গরীবের ১০ হাজার বস্তা চাল পড়ে আছে গুদামে, চার মাসেও হয়নি বিতরণ প্রস্তাবিত পরিশ্রমী মহিলা সমবায় সমিতি লিমিটেডের নতুন কমিটির অনুমোদন ৭ নভেম্বর ১৯৭৫ এবং ৫ আগস্ট ২০২৪ : উভয় ক্ষেত্রেই ভারত পরাজিত হয়েছে- ড. এস. কে. আকরাম আলী

ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর নির্দেশনা

আব্দুল্লাহ আল নোমান, নিজস্ব প্রতিবেদক:
ঠাকুরগাঁও বিমানবন্দর চালুকরণে প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক এক আদেশ জারি করা হয়েছে। গত (২৬ জুন) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নাহিদা পারভীন এক বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করেন।

বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মোঃ মেহেদী হাসান শুভ বিগত (৩১ মে) সংশ্লিষ্ট ১০ টি দপ্তরে রিপ্রেজেন্টেশন দাখিল করেন এবং পরবর্তীতে আইনগত পদক্ষেপ গ্রহণ করেন। এর প্রেক্ষাপটে প্রতিরক্ষা মন্ত্রণালয় এ আদেশ জারি করেন।

অ্যাডভোকেট মোঃ মেহেদী হাসান শুভ জানান, প্রাথমিকভাবে আইনগত পদক্ষেপের কারণে যেহেতু প্রতিরক্ষা মন্ত্রণালয় সাড়া দিয়েছেন, বিধায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঠাকুরগাঁও বিমানবন্দর চালুকরণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি যেহেতু বাংলাদেশ সুপ্রীম কোর্টের মহামান্য হাইকোর্ট বিভাগে বিমানবন্দর চালুকরন প্রসঙ্গে জনস্বার্থে দায়েরকৃত রীট পিটিশন শুনানির অপেক্ষায় রয়েছে, ইনশাআল্লাহ শুনানির পরে সেখান থেকেও নির্দেশনা আসবে।

এছাড়াও ঠাকুরগাঁও বিমানবন্দরটি সংস্কার ও চালুকরণে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং অংশীজন সহ যারা দীর্ঘদিন ধরে মানববন্ধন, আলোচনা, সেমিনার ও দাবি দাওয়া পেশ করেছেন, তাদের অনেক শ্রম রয়েছে, তাই তিনি সকলের প্রতি অত্যন্ত বিনয়ের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

তিনি আরো বলেন, ঠাকুরগাঁও বিমানবন্দর চালু হলে এই সফলতা কারো একার না, এই সফলতা হবে সকল জনগণের, সকল অংশীজনের এবং সকল গুণীজনের।



লাইক করুন