রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর, তাদেরকে শুধু সম্মান দিলে চলবে না অর্থনৈতিক মুক্তি দিতে হবে-এনডিপি “শিক্ষকরা কেবল পেশাজীবী নন তারা জাতির বিবেক-এনডিপি শিক্ষকরা সম্মানিত তাদের দাবি মেনে নিতে হবে : এনডিপি খোলা বাজারে সার না পেলে ইউএনও-কৃষি অফিস ঘেরাও করার ঘোষণা যে ভাইকে আমি রেখে এসেছিলাম সেই ভাই আর নেই-তারেক রহমান। বালিয়াডাঙ্গীতে ১৮০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ধ্বংস করা হলো জনসম্মুখে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের বিরুদ্ধ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ মুক্ত বাংলা আইটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আধুনিক প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত। গুমের শিকার পরিবারের শিল্প প্রদর্শনীতে আমিনুল হক। বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু, বাবা ও আরেক ছেলেসহ আহত ৫

বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল, একজনের মৃত্যু, আরেকজন হাসপাতালে

 

স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় মিতু আক্তার রেশি (১৭) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। একই কারণে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে আরেক শিক্ষার্থী আরমিনা আক্তার (১৬)।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর হতাশ হয়ে আত্মহত্যার এই ঘটনা ঘটে।

মিতু আক্তার রেশি উপজেলার চাড়োল ইউনিয়নের দোগাছি খিরাপুকুর গ্রামের রুহুল আমিনের মেয়ে। সে বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল এবং রসায়ন ও গণিত বিষয়ে ফেল করে।

অন্যদিকে আত্মহত্যার চেষ্টা চালানো আরমিনা আক্তার দুওসুও ইউনিয়নের আনছারুল ইসলামের মেয়ে এবং চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। সে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ফেল করে।

নিহত মিতুর দাদা সিরাজুল ইসলাম ও স্বজন মানিক জানান, “রেজাল্ট বের হওয়ার পর মিতু বান্ধবীদের সঙ্গে মোবাইলে ফলাফল দেখে। অকৃতকার্য হওয়ার খবর জেনে সে বাড়ি ফিরে নিজ কক্ষে দরজা বন্ধ করে দেয়। ছোট ভাই বিষয়টি বুঝে মাঠে কাজ করা মা–বাবাকে খবর দেয়। দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।”

অন্যদিকে, আত্মহত্যার চেষ্টা করা আরমিনার চাচী জানান, “ফল খারাপ আসায় আরমিনাকে তার মা বকাঝকা করে। পরে রাগ করে সে তরল জাতীয় কীটনাশক পান করে। মুখে থুতু ফেলতে গিয়ে গন্ধে বিষক্রিয়ার বিষয়টি ধরা পড়ে। পরে দ্রুত তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।”

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী সরকার বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছি।”



লাইক করুন