মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এনডিপির শ্রদ্ধাঞ্জলি ও প্রতিশ্রুতি গণতান্ত্রিক সংস্কার জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। রাণীশংকৈলে দৈনিক জনকন্ঠের সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি দলিত-হরিজনরা এখনো বৈষম্যের শিকার-শুভ চন্দ্র শীল আল আমিন হত্যার বিচার এই মাটিতেই হবে: শেখ রবিউল আলম আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে মানববন্ধন: সমাজে পুরুষ নির্যাতনের বিষয়টিও গুরুত্ব পাওয়া উচিত-মঞ্জুর হোসেন ঈসা আন্তর্জাতিক পুরুষ দিবস কিন্তু সমাজে পুরুষের কাঁদতে মানা-সোহাগ আলী। বালিয়াডাঙ্গীতে গরীবের ১০ হাজার বস্তা চাল পড়ে আছে গুদামে, চার মাসেও হয়নি বিতরণ প্রস্তাবিত পরিশ্রমী মহিলা সমবায় সমিতি লিমিটেডের নতুন কমিটির অনুমোদন ৭ নভেম্বর ১৯৭৫ এবং ৫ আগস্ট ২০২৪ : উভয় ক্ষেত্রেই ভারত পরাজিত হয়েছে- ড. এস. কে. আকরাম আলী

ইউএনও’র নির্দেশে মন্দিরের জায়গা রাস্তা নির্মাণের অভিযোগ, প্রতিবাদে কার্যালয়ের সামনে বিক্ষোভ

মাজেদুল ইসলাম হৃদয়, স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ক্ষমতার দাপট দেখিয়ে এক প্রবাসীর সুবিধার্থে মন্দিরের জায়গার উপর দিয়ে রাস্তা নির্মাণের নির্দেশ দেয়ার অভিযোগ উঠেছে ইউএনও’র বিরুদ্ধে।

এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা রানীশংকৈল উপজেলা কার্যালয়ের সামনে নির্বাহী কর্মকর্তা ইউএনও’র বিরুদ্ধে বিক্ষোভ কর্মসুচি পালন করেছে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা।

এর আগে বুধবার (৩০ জুলাই) দুপুরে জেলার রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা ইউনিয়নে অবস্থিত বলিদ্বারা দূর্গা মন্দিরে এ ঘটনা ঘটে।

এসময় হিন্দু সম্প্রদায়ের মানুষেরা মুহুমুহু স্লোগান তুলে বলেন মন্দিরের জায়গা দখল কেনো, প্রশাসন জবাব চাই, জবাব চাই, প্রশাসন চুপ কেনো, জবাব চাই জবাব চাই।

কর্মসুচির চলাকালে ক্ষুদ্ধ হয়ে বিক্ষোভকারি বলেন, ইউএনও সাহেব এই সাহস পেল কথায় ,মন্দিরের জমি দখল করে একক ব্যাক্তির জন্য রাস্তা নির্মানের নির্দেশ দেন। তিনি রক্ষক হয়ে ভক্ষকের মত কাজ করেছেন। মন্দিরের জায়গায় কোনভাবেই রাস্তা হতে দিবো না।

তারা অভিযোগ করে বলেন, ইউএনও’র নিজে দাড়িয়ে থেকে মন্দিরের ঘেরা বেড়া ও মন্দিরের সামনে রোপনকৃত কলাগাছ কর্তনের নির্দেশ দেন প্রবাসীর জমি দেখভাল করেন শফিকুলকে। যা তিনি করতে পারেন না। কতটুকু জমি মন্দিরের তা না দেখেই অন্যায়ভাবে অজ্ঞাত কারনে অন্যজন্তে সুবিধা দিতেই তিনি এই কাজটি করেছেন বলে অভিযোগ করে বিক্ষুদ্ধরা।

এ বিষয়ে বলিদ্বারা দূর্গা মন্দির কমিটির সভাপতি সেবু লাল জানান, দেশ স্বাধীনের পর থেকেই এই মন্দিরে পুজা আরচনা হয়ে আসছে। ইউএনও সাহেব মন্দির কমিটিকে না জানিয়ে ক্ষমতার দাপটে এই কাজটি করেছেন। মন্দিরের জায়গার উপর দিয়ে জোর করে রাস্তা করে দিতে চেয়েছিলেন তিনি। প্রতিবাদের কারনে পারেন নি। মন্দির কমিটি কখনই জায়গা ছেড়ে দিবে না।

আর এ বিষয়ে রাণীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান জানান, পাশেই বাজারের জমি আরেক পাশে মন্দিরের। এই দুই স্থাপনার মাঝখানে জায়গা নিয়ে জটিলতা হয়েছি। পরে বিষয়টি সমাধান হয়েছে। এর বাইরে কোন কথা বলতে রাজি হয়নি তিনি।



লাইক করুন