বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গণতান্ত্রিক সংস্কার জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। রাণীশংকৈলে দৈনিক জনকন্ঠের সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি দলিত-হরিজনরা এখনো বৈষম্যের শিকার-শুভ চন্দ্র শীল আল আমিন হত্যার বিচার এই মাটিতেই হবে: শেখ রবিউল আলম আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে মানববন্ধন: সমাজে পুরুষ নির্যাতনের বিষয়টিও গুরুত্ব পাওয়া উচিত-মঞ্জুর হোসেন ঈসা আন্তর্জাতিক পুরুষ দিবস কিন্তু সমাজে পুরুষের কাঁদতে মানা-সোহাগ আলী। বালিয়াডাঙ্গীতে গরীবের ১০ হাজার বস্তা চাল পড়ে আছে গুদামে, চার মাসেও হয়নি বিতরণ প্রস্তাবিত পরিশ্রমী মহিলা সমবায় সমিতি লিমিটেডের নতুন কমিটির অনুমোদন ৭ নভেম্বর ১৯৭৫ এবং ৫ আগস্ট ২০২৪ : উভয় ক্ষেত্রেই ভারত পরাজিত হয়েছে- ড. এস. কে. আকরাম আলী এলিট অসাধুরা নিবন্ধন পেলে, সংগ্রামী তারেকের দল কেন নিবন্ধন পাবেনা- সোহাগ আলী

মাদক নিরাময় কেন্দ্র ‘বীকন’-এর বিরুদ্ধে মানবাধিকার সম্মিলিত জোটের অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ

৩ আগস্ট রবিবার বিকেল ৪ টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে মানবাধিকার সম্মিলিত জোটের মুখপাত্র মো. মঞ্জুর হোসেন ঈসা নাজরাতান নাঈম আহমেদ (রাতুল)-এর মানবাধিকার লঙ্ঘনের একটি গুরুতর অভিযোগ তুলে ধরেন।

তিনি জানান, ৩১ জুলাই ২০২৫, নাজরাতান নাঈমকে তার পরিবারের সদস্যরা জোরপূর্বক ‘বীকন পয়েন্ট’ মাদক নিরাময় কেন্দ্রে নিয়ে গিয়ে আটকে রেখেছে এবং সেখানে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে। তার অভিযোগ, বীকন পয়েন্টটি মোটা অংকের অর্থের বিনিময়ে একজন সুস্থ ব্যক্তির জীবন নিয়ে ছিনিমিনি খেলার অপচেষ্টা করছে।

নাজরাতান নাঈম আহমেদ, যিনি একজন প্রতিষ্ঠিত কনস্ট্রাকশন কোম্পানির পরিচালক, একজন মানবাধিকারকর্মী ও সমাজসেবক। গত ২৪ জুলাই তিনি মানবাধিকারকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, তার পরিবার তাকে মানসিকভাবে অসুস্থ বানিয়ে সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে তারা জানান, ২০২১ সালে নাজরাতান নাঈমের স্ত্রী, ঢাকার গুলশানের শান্তা টাওয়ারের ৯ম তলা থেকে পড়ে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর সময় তিনটি সন্তান ছিল, যার মধ্যে একজনের বয়স ছিল মাত্র ১৩ দিন। ঘটনাটি রহস্যজনক হলেও তাৎক্ষণিকভাবে কোনো তদন্ত ছাড়া দাফন কার্য সম্পন্ন হয়। এই ঘটনায় আবারও নতুন করে তদন্তের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

মানবাধিকার সম্মিলিত জোট নাজরাতান নাঈম রাতুলকে বীকন পয়েন্ট থেকে উদ্ধার করে তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তার স্ত্রীর মৃত্যুর তদন্ত পুনরায় শুরু করতে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে। এছাড়া, তারা ভুক্তভোগীর পরিবারের লোভী সদস্যদের ষড়যন্ত্রের বিষয়ে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। সংবাদ সম্মেলনে মানবাধিকার সম্মিলিত জোট এর চেয়ারম্যান কবি, সমাজবিজ্ঞানী ও শিকড়সন্ধানী লেখক অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট ইব্রাহিম খলিল মজুমদার, ফ্যাসিবাদী প্রতিরোধ আন্দোলনের সভাপতি অলিদ তালুকদার, মানবাধিকার জোটের নেতা আমজাদ হোসেন খান উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ইতোমধ্যে সরকারের বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় কঠিন ব্যবস্থা গ্রহণের জন্য লিখিতভাবে আবেদন করা হয়েছে।



লাইক করুন