মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীতে ১৮০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ধ্বংস করা হলো জনসম্মুখে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের বিরুদ্ধ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ মুক্ত বাংলা আইটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আধুনিক প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত। গুমের শিকার পরিবারের শিল্প প্রদর্শনীতে আমিনুল হক। বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু, বাবা ও আরেক ছেলেসহ আহত ৫ বালিয়াডাঙ্গীতে ১২৪ বস্তা সার জব্দ, ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা প্রেসক্লাব উড়িয়ে দেওয়ার হুমকি দাতা সেই নব্য নেতা “মাসুদ” বহিষ্কার। রাণীশংকৈল প্রেসক্লাব ভেঙে গুড়িয়ে দেওয়ার হুমকি কৃষকদল নেতার। বালিয়াডাঙ্গীতে বাড়ীর পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু বালিয়াডাঙ্গীতে গোডাউন থেকে ৭১৫ বস্তা জব্দ, গোডাউন সিলগালা, জরিমানা ৩০ হাজার

বালিয়াডাঙ্গীতে ১৮০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, ধ্বংস করা হলো জনসম্মুখে

Oplus_131072

মাজেদুল ইসলাম হৃদয়, স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে চৌরাস্তা বাজারে অভিযান চালিয়ে প্রায় ১৮০ কেজি পিরানহা জব্দ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাজারের আড়তে অভিযান চালানো হয়। এ সময় প্রায় ১৮০ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ করে ব্যবসায়ীদের সতর্ক করা হয় যাতে ভবিষ্যতে এসব মাছ বাজারজাত না করেন।

পরে উপজেলা পরিষদ চত্বরে পুকুরপাড়ে মাছগুলো মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আক্তার ও সহকারী মৎস্য অফিসার আবুল কালাম আজাদ।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান বলেন, “প্রতিটি বাজারের ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এরপরও কেউ নিষিদ্ধ মাছ বিক্রি করলে নিয়মিত অভিযানের মাধ্যমে জব্দ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”



লাইক করুন