রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গণতান্ত্রিক সংস্কার জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। রাণীশংকৈলে দৈনিক জনকন্ঠের সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি দলিত-হরিজনরা এখনো বৈষম্যের শিকার-শুভ চন্দ্র শীল আল আমিন হত্যার বিচার এই মাটিতেই হবে: শেখ রবিউল আলম আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে মানববন্ধন: সমাজে পুরুষ নির্যাতনের বিষয়টিও গুরুত্ব পাওয়া উচিত-মঞ্জুর হোসেন ঈসা আন্তর্জাতিক পুরুষ দিবস কিন্তু সমাজে পুরুষের কাঁদতে মানা-সোহাগ আলী। বালিয়াডাঙ্গীতে গরীবের ১০ হাজার বস্তা চাল পড়ে আছে গুদামে, চার মাসেও হয়নি বিতরণ প্রস্তাবিত পরিশ্রমী মহিলা সমবায় সমিতি লিমিটেডের নতুন কমিটির অনুমোদন ৭ নভেম্বর ১৯৭৫ এবং ৫ আগস্ট ২০২৪ : উভয় ক্ষেত্রেই ভারত পরাজিত হয়েছে- ড. এস. কে. আকরাম আলী এলিট অসাধুরা নিবন্ধন পেলে, সংগ্রামী তারেকের দল কেন নিবন্ধন পাবেনা- সোহাগ আলী

আল আমিন হত্যার বিচার এই মাটিতেই হবে: শেখ রবিউল আলম

নিজস্ব প্রতিনিধি:

বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম বলেছেন, “ইসমাইল হোসেন আল আমিনকে যারা তুলে নিয়ে গিয়েছিল, তাদের বিচার এই মাটিতেই হবে ইনশাল্লাহ। গুম-খুনের রাজ্যত্ব যারা চালু করেছিল, জনগণ তাদের ক্ষমা করবে না।”

২৮ নভেম্বর শুক্রবার বিকেলে রাজধানীর ২৩ ফ্রী স্কুল স্ট্রিটে সাবেক ছাত্রদল নেতা শহীদ ইসমাইল হোসেন আল আমিনের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

২০০৯ সালের নির্মম সেই ঘটনা স্মরণ:

শেখ রবিউল আলম আবেগাপ্লুত কণ্ঠে বলেন-“১৪ বছর আগে ২৮ নভেম্বর সাবেক ৫০, বর্তমান ১৬ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আল আমিনকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গুম করে। দীর্ঘ ১২ দিন পর ১০ ডিসেম্বর তার লাশ শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে। সেদিন তার মা শিরিন আক্তার লাশ শনাক্ত করে আজিমপুর কবরস্থানে দাফন করেন। এই হত্যার প্রতিকার অবশ্যই হবে।”

তিনি আরও বলেন, অতীতের সব গুম ও রাজনৈতিক হত্যার বিচার না হওয়া পর্যন্ত দেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়।

মায়ের ডাক এর পক্ষ থেকে শ্রদ্ধা ও প্রতিশ্রুতি:

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মায়ের ডাক এর মো. মঞ্জুর হোসেন ঈসা। তিনি বলেন—
“বাংলাদেশে প্রতিটি হত্যার বিচার হবে। গুম হওয়া প্রতিটি সন্তানের মা যেন ন্যায়বিচার পায়—মায়ের ডাক সেই সংগ্রাম অব্যাহত রাখবে।”

তিনি মায়ের ডাক এর প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক, ঢাকা–১৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলির পক্ষ থেকে সকলের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।

সভায় আরও বক্তব্য রাখেন কলাবাগান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ, রাজিয়া সুলতানা জয়া, কবি ও সাহিত্যিক ফিরোজ আহমেদ হিরু, শহীদ আল আমিনের সন্তান সায়েম, তার মামা আবদুল খালেক অন্যান্য স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। সভাপতিত্ব করেন শহীদ ইসমাইল হোসেন আল আমিনের মা শিরিন আক্তার।

অশ্রুসিক্ত স্মরণসভাঃ

আলোচনা সভায় বক্তারা বলেন, “ইসমাইল হোসেন আল আমিন কোনো অপরাধী ছিলেন না। তিনি ছিলেন আদর্শবান ছাত্রনেতা। তাকে হত্যা করে একটি পরিবারকে ধ্বংস করা হয়েছে।”

অনুষ্ঠানে তার রাজনৈতিক অবদান, তৎকালীন আন্দোলনে সক্রিয় ভূমিকা এবং ব্যক্তিগত চরিত্রের উজ্জ্বল দিকগুলো তুলে ধরা হয়।

শেষে ইসমাইল হোসেন আল আমিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরিবার, রাজনৈতিক সহকর্মী ও উপস্থিত সকলেই অশ্রুসিক্ত হয়ে তার আত্মার শান্তি কামনা করেন।



লাইক করুন