সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: তুলি ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের প্রভাব পড়েছে: শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ্ মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এনডিপির শ্রদ্ধাঞ্জলি ও প্রতিশ্রুতি গণতান্ত্রিক সংস্কার জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। রাণীশংকৈলে দৈনিক জনকন্ঠের সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি দলিত-হরিজনরা এখনো বৈষম্যের শিকার-শুভ চন্দ্র শীল আল আমিন হত্যার বিচার এই মাটিতেই হবে: শেখ রবিউল আলম আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে মানববন্ধন: সমাজে পুরুষ নির্যাতনের বিষয়টিও গুরুত্ব পাওয়া উচিত-মঞ্জুর হোসেন ঈসা আন্তর্জাতিক পুরুষ দিবস কিন্তু সমাজে পুরুষের কাঁদতে মানা-সোহাগ আলী। বালিয়াডাঙ্গীতে গরীবের ১০ হাজার বস্তা চাল পড়ে আছে গুদামে, চার মাসেও হয়নি বিতরণ

সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: তুলি

ঢাকা–১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি

গাবতলিতে ‘মায়ের ডাক’-এর ফ্রি মেডিক্যাল ক্যাম্প, শত শত রোগীর ভিড় ঢাকা–১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি বলেছেন, “সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। টাকার অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত থাকবে না।”

রোববার (২৬ জানুয়ারি) সকালে ৯নং ওয়ার্ডের গাবতলি সিটি কলোনিতে ‘মায়ের ডাক’-এর উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। সকাল থেকেই শত-শত রোগীর উপস্থিতিতে মেডিক্যাল ক্যাম্প প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। নারী, শিশু ও বয়স্কদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়, যা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে। তুলি বলেন, “বিশেষ করে শিশু ও মায়েদের জন্য কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা পরিকল্পিত পদক্ষেপ নেবো। সাধারণ মানুষ যেন চিকিৎসা নিয়ে দুশ্চিন্তামুক্ত থাকতে পারে, সেটাই আমাদের অঙ্গীকার।”

নির্বাচনী প্রসঙ্গে ভোটারদের সতর্ক করে তিনি বলেন, “রাতের অন্ধকারে কেউ কালো টাকা নিয়ে এলে সেই টাকা নিলেও ভোট দেবেন না। কেউ বিকাশ নম্বর বা ভোটার আইডি কার্ড চাইলে সঙ্গে সঙ্গে পুলিশের কাছে ধরিয়ে দিন। ভয় পাবেন না—আমি সব সময় আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ।”

মেডিক্যাল ক্যাম্পে ১৫ সদস্যের চিকিৎসকদল সেবা প্রদান করেন। উপস্থিত ছিলেন ডাঃ আবুল খায়ের, ডাঃ সাঈদ মাহমুদ তমাল, ডাঃ মামুনসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ। এ সময় ‘মায়ের ডাক’ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মো. মঞ্জুর হোসেন ঈসা, রুবেলসহ ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ক্যাম্প শেষে তুলি বনগাঁ এলাকার বিভিন্ন গ্রাম, স্কুল, হাট-বাজার ও বাড়ি-বাড়ি গিয়ে গণসংযোগ করেন এবং ভোটারদের কাছে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৩১ দফা কর্মসূচি নিয়ে আপনাদের কাছে এসেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ১৯ দফা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আপনারা আমার উপর আস্থা রাখতে পারেন। আপনাদের বিশ্বাস ভঙ্গ করবো না। এলাকার জীবনমান উন্নয়নে আমার অনেক পরিকল্পনা রয়েছে।”

এ সময় বনগাঁ এলাকার স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। স্বাস্থ্যসেবা ও জনসংযোগ কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে ‘মায়ের ডাক’-এর এই উদ্যোগ।



লাইক করুন