নিজস্ব প্রতিবেদকঃ
আগামীকাল ১২ ডিসেম্বর ২০২৫ মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি -এনডিপি ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে এক গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছে। এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা এক বিবৃতিতে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী–এর ১৪৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও স্মৃতিচারণ করেন।
বিবৃতিতে তাঁরা বলেন, মওলানা ভাসানী দেশের ইতিহাসে একটি আলোকবর্তিকা হিসেবে শক্তিমান রাজনৈতিক ও মানবিক পরিচয় অর্জন করেছিলেন। তাঁর জীবন জুড়ে জনগণের জন্য সংগ্রাম, দারিদ্র্য মোকাবিলা, অধিকার প্রতিষ্ঠা এবং স্বাধীনতার প্রতি অটল প্রতিশ্রুতি ছিল—এগুলি আজও সময়োপযোগী।
এনডিপি নেতৃবৃন্দ আরও বলেন, ভাসানীর আদর্শ আজকের বাংলাদেশে দরিদ্র, ক্ষুদ্র ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পথপ্রদর্শক হতে পারে। তাঁদের বক্তব্যে উঠে এসেছে—সমাজে ন্যায্যতা প্রতিষ্ঠা করা, মানুষের মৌলিক অধিকার রক্ষা, সকল বঞ্চিত ও প্রান্তিক শ্রেণীর জন্য ন্যায্য সুযোগ সৃষ্টি ইত্যাদি।
তিনি আরও বলেন, “আমরা মওলানা ভাসানীর আত্মত্যাগ ও বলিদানের স্মৃতিকে উদযাপন করি এবং তার দর্শন ও মূল্যবোধকে বর্তমান প্রেক্ষাপটে বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করি।”
এছাড়াও বিবৃতিতে স্থান পেয়েছে—ভাসানীর চিন্তা ও নেতৃত্ব আজও বাংলাদেশের রাজনীতি, সামাজিক ন্যায় এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে একটি যুগান্তকারী ভূমিকা রাখে এবং ভবিষ্যতের নেতাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে।
এনডিপি নেতারা আগামী ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে বিভিন্ন জেলা এবং শাখা সংগঠনগুলোকে ভাসানীর জন্মদিনে বিশেষ কর্মসূচি পালনে নির্দেশ দিয়েছেন।
এবং দেশবাসীকে যথাযথ মর্যাদার সাথে জন্মজয়ন্তী পালন করার আহবান জানান।