শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এনডিপির শ্রদ্ধাঞ্জলি ও প্রতিশ্রুতি গণতান্ত্রিক সংস্কার জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। রাণীশংকৈলে দৈনিক জনকন্ঠের সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি দলিত-হরিজনরা এখনো বৈষম্যের শিকার-শুভ চন্দ্র শীল আল আমিন হত্যার বিচার এই মাটিতেই হবে: শেখ রবিউল আলম আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে মানববন্ধন: সমাজে পুরুষ নির্যাতনের বিষয়টিও গুরুত্ব পাওয়া উচিত-মঞ্জুর হোসেন ঈসা আন্তর্জাতিক পুরুষ দিবস কিন্তু সমাজে পুরুষের কাঁদতে মানা-সোহাগ আলী। বালিয়াডাঙ্গীতে গরীবের ১০ হাজার বস্তা চাল পড়ে আছে গুদামে, চার মাসেও হয়নি বিতরণ প্রস্তাবিত পরিশ্রমী মহিলা সমবায় সমিতি লিমিটেডের নতুন কমিটির অনুমোদন ৭ নভেম্বর ১৯৭৫ এবং ৫ আগস্ট ২০২৪ : উভয় ক্ষেত্রেই ভারত পরাজিত হয়েছে- ড. এস. কে. আকরাম আলী

রাণীশংকৈলে শুভ শক্তি’র গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন।

 

আব্দুল্লাহ্ আল নোমান, মুক্ত বাংলা টিভিঃ

রাণীশংকৈলে বৃহস্পতিবার (২২ মে) সকালে সামাজিক সংগঠন শুভ শক্তি ইউনিটির উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষা, ছাত্র-ছাত্রীদের প্রতিষ্ঠান মুখীকরণ এবং পুষ্টির চাহিদা মেটাতে উপজেলার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়নের ৩৫ টি স্কুল, কলেজ, মাদ্রাসা ও এতিমখানায় জাম, জলপাই ও আমলকি গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মেহেদী হাসান শুভ। উপস্থিত ছিলেন,ডিকে কলেজের অধ্যক্ষ সোলেমান আলী, কাদিহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমনীকান্ত রায়, কাদিহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, কাদিহাট কেডি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদের, ধর্মগড় ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হালিম,বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মেহেদী হাসান,ব্যবসায়ী ইমদাদুল হক মিলনসহ শুভ শক্তি ইউনিটির সদস্যবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

এডভোকেট মেহেদী হাসান শুভ বলেন, আমরা বিগত দিনে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও কবরস্থানে ৪’হাজারের বেশি বৃক্ষরোপণ করেছি। তারই ধারাবাহিকতায় বৃক্ষরোপণ চলছে, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ কার্যক্রম চলমান থাকবে।



লাইক করুন