মাজেদুল ইসলাম হৃদয়, স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) আওতায় সেলাই মেশিন, হুইল চেয়ার, ডিজিটাল ব্লাড প্রেসার মেশিন ও স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব সরঞ্জাম বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিলা আক্তার, উপজেলা আনসার কর্মকর্তা শাহারা বানু, উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।
জানা গেছে, অনুষ্ঠানে ৪১টি ডিজিটাল ব্লাড প্রেসার মেশিন, একটি ইসিজি মেশিন, কৃষকদের জন্য ৮০টি স্প্রে মেশিন, প্রতিবন্ধীদের জন্য ১৮টি হুইল চেয়ার এবং নারীদের জন্য ৩২টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
