শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের প্রভাব পড়েছে: শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ্ মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এনডিপির শ্রদ্ধাঞ্জলি ও প্রতিশ্রুতি গণতান্ত্রিক সংস্কার জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। রাণীশংকৈলে দৈনিক জনকন্ঠের সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি দলিত-হরিজনরা এখনো বৈষম্যের শিকার-শুভ চন্দ্র শীল আল আমিন হত্যার বিচার এই মাটিতেই হবে: শেখ রবিউল আলম আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে মানববন্ধন: সমাজে পুরুষ নির্যাতনের বিষয়টিও গুরুত্ব পাওয়া উচিত-মঞ্জুর হোসেন ঈসা আন্তর্জাতিক পুরুষ দিবস কিন্তু সমাজে পুরুষের কাঁদতে মানা-সোহাগ আলী। বালিয়াডাঙ্গীতে গরীবের ১০ হাজার বস্তা চাল পড়ে আছে গুদামে, চার মাসেও হয়নি বিতরণ প্রস্তাবিত পরিশ্রমী মহিলা সমবায় সমিতি লিমিটেডের নতুন কমিটির অনুমোদন

ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের প্রভাব পড়েছে: শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ্

Oplus_131072

মাজেদুল ইসলাম হৃদয়, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেছেন, ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের প্রভাব পড়েছে। নব্বইয়ের দশকে বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হয়েছে, তার প্রভাব ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে পড়েছিল। তিনি বলেন, আমরা বিশ্বাস করি ছাত্ররা যেদিকে যাচ্ছে, জাতীয় নির্বাচন সেভাবেই চিন্তা করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে জুলাইয়ের পর কোনো নির্বাচন হয়নি। প্রথম নির্বাচন হয়েছে পাঁচটি ছাত্র সংসদ নির্বাচন। এসব নির্বাচনের মধ্য দিয়ে জাতি একটি নতুন বার্তা পেয়েছে। আমরা মনে করি, এ ধরনের একটি বার্তা এবং এ ধরনের একটি কালচার জাতীয় নির্বাচনে পাওয়া যাবে, ইনশাআল্লাহ।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-২ আসনের বালিয়াডাঙ্গী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে তিনি বলেন, এখনো শতভাগ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে বলে মনে হয় না। কিছু কিছু জায়গায় কিছু কিছু রাজনৈতিক দল তাদের প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। আমরা তাদের স্পষ্ট বার্তা দিতে চাই। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কার্যক্রম করা হচ্ছে। জুলাইয়ের পর বাংলাদেশে এ রকম আর কেউ বাস্তবায়ন করতে পারবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

সম্প্রতি প্রকাশিত এক জরিপে জামায়াত ৩৩ শতাংশ, বিএনপি ৩৪ শতাংশ ও এনসিপি ৭ শতাংশ সমর্থন পেয়েছে—এ বিষয়ে তিনি বলেন, জরিপের ফলাফল অবশ্যই আছে। কিছু কিছু সংস্থা ছাত্র সংসদ নির্বাচনের আগে জরিপ করেছিল এবং সেই জরিপের ফলাফল আমরা পেয়েছি। তারাই এসব জরিপ করেছে। জরিপের বিষয়ে আমরা যেটি মাথায় রাখি, এসব জরিপ দেখে মনে হয়েছে এর ইফেক্টটিভনেস আছে। এখন বিএনপির নেতৃত্বে কিছু দল ও জামায়াতের নেতৃত্বে ইসলামী দলগুলো জাতীয় নির্বাচনে অংশ নিয়েছে। এই দুই ভাগে আমরা একটি হাড্ডাহাড্ডি নির্বাচন প্রত্যাশা করছি।

এছাড়াও গণভোট নিয়ে ছাত্রশিবির দেশের বিভিন্ন স্থানে প্রচারণামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে বলে জানান তিনি। জামায়াত ক্ষমতায় এলে সাংবাদিকদের সুরক্ষা, সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারসহ বিভিন্ন বিষয়ে কাজ করার কথাও বলেন। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালনের অনুরোধ জানান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রফিকুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা, সহকারী দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন, ঠাকুরগাঁও জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আনিস আহমেদ, আমজানখোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আইয়ুব আলীসহ আরও অনেকে।

উল্লেখ্য, ঠাকুরগাঁও-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিমের ছেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। কয়েকদিন আগে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নির্বাচিত হওয়ার পর এটি ছিল তার প্রথম নিজ এলাকায় সফর।



লাইক করুন