মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: তুলি ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের প্রভাব পড়েছে: শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ্ মওলানা ভাসানীর ১৪৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এনডিপির শ্রদ্ধাঞ্জলি ও প্রতিশ্রুতি গণতান্ত্রিক সংস্কার জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। রাণীশংকৈলে দৈনিক জনকন্ঠের সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি দলিত-হরিজনরা এখনো বৈষম্যের শিকার-শুভ চন্দ্র শীল আল আমিন হত্যার বিচার এই মাটিতেই হবে: শেখ রবিউল আলম আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে মানববন্ধন: সমাজে পুরুষ নির্যাতনের বিষয়টিও গুরুত্ব পাওয়া উচিত-মঞ্জুর হোসেন ঈসা আন্তর্জাতিক পুরুষ দিবস কিন্তু সমাজে পুরুষের কাঁদতে মানা-সোহাগ আলী। বালিয়াডাঙ্গীতে গরীবের ১০ হাজার বস্তা চাল পড়ে আছে গুদামে, চার মাসেও হয়নি বিতরণ

রাণীশংকৈলে দৈনিক জনকন্ঠের সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও‌‌:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা আব্দুল্লাহ আল নোমানকে ফেসবুকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার (৭ ডিসেম্বর) ভুক্তভোগী সাংবাদিক রাণীশংকৈল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। থানায় জিডি নং ৩৩৪, ট্র্যাকিং নং KOOE9A।

জিডিতে উল্লেখ করা হয়, ৬ ডিসেম্বর শনিবার বিকাল ৫টার দিকে সাংবাদিক নোমান উপজেলার ৭নং রাতোর ইউনিয়নের শখের টাউন এমএবি ইটভাটায় যান। সেখানে ইটভাটার পাশে গাছপালা কেটে স্তুপ করা অবস্থায় দেখতে পান। তিনি ঘটনাস্থলের ভিডিও ধারণ করে নিজের ফেসবুক আইডি Abdullah Al Numan–এ প্রকাশ করেন।

এ ঘটনার পর ওইদিন রাত ১০টা ৩০ মিনিটের দিকে এমএবি ভাটার স্বত্বাধিকারী আইনুল হকের ছেলে বিবাদী মো. শেখ ফরিদ তার ফেসবুক আইডি MD Sheikh Farid থেকে সাংবাদিক নোমানকে উদ্দেশ্য করে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং পুড়িয়ে হত্যার হুমকি দেন। হুমকি দাতা শেখে ফরিদ ইউনিয়ন যুবলীগ নেতা ।

সাংবাদিক নোমান জিডিতে উল্লেখ করেন, বিবাদীর আচরণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় তার ক্ষতি হতে পারে। এজন্য বিষয়টি ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে থানায় সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

জিডি গ্রহণ করেন রাণীশংকৈল থানার ডিউটি অফিসার এসআই মো. আশরাফুল ইসলাম। বিষয়টি পর্যালোচনা করে থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

রাণীশংকৈল প্রেসক্লাব সহ সাংবাদিক নেতারা এই ঘটনার বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।



লাইক করুন